আজ সোমবার | ২২শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৬ই রজব, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৬:৫১
আবুবকর সিদ্দিক,জয়পুরহাট প্রতিনিধিঃ-বিবাহের দিনক্ষন সব ঠিক। আগামীকাল ২৮ জুন বিয়ে উপলক্ষে চলছি প্রস্তুতি। এমন অবস্থায় থানায় এসে নিজের বাল্যবিয়ের কথা ওসিকে জানান দশম শ্রেণির ছাত্রী মিতালী রানী (১৫)।
এরপরই সেই বাল্য বিয়ে বন্ধ করে দেন জয়পুরহাট সদর থানার ওসি এ.কে.এম আলমগীর জাহান।
ওসি জানান, ছাত্রী মিতালী রানী জয়পুরহাট সদর উপজেলার আমদই নি¤œ মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর মেধাবী ছাত্রী। অল্প বয়সে বিয়ে দেওয়ায় ঐ ছাত্রী এসে বলেন, বড় হয়ে পড়ালেখা করে তিনি একজন কলেজ/বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবেন। কিন্তু তার পরিবার অভাবী হওয়ায় অবস্থাসম্পন্ন পরিবারের বেকার এক ছেলের সঙ্গে তার বিবাহ দিচ্ছে।
এরপরে জয়পুরহাট পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞার নির্দেশনায় মোটিভেশনাল কার্যক্রমের মাধ্যমে মেধাবী স্কুল পড়ুয়া দশম শ্রেনীর ছাত্রীর বাল্য বিয়ে বন্ধ হয় এবং তার ভাগ্য গড়ার স্বপ্ন ফিরে পায়। পরে মেধাবী সন্তান হিসেবে বাবা-মা তার ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়।
Dhaka, Bangladesh সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:22 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:04 PM |
Asr | 3:06 PM |
Magrib | 5:27 PM |
Isha | 6:47 PM |