আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | দুপুর ২:১২
আজমীর হোসেন তালুকদার, ঝালকাঠি: ঝালকাঠি চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি মরহুম নুরুল ইসলাম খলিফার রেকর্ডিয় সম্পত্তিতে ‘কেনো নতুন স্থাপনা নির্মানে কেনো অস্থায়ী নিষেধাজ্ঞার নির্দেশ দেয়া হবে না আগামী ১০ দিনের মধ্যে তার কারন দর্শানোর জন্য বর্তমান চেম্বার সভাপতি মোঃ সালাউদ্দিন সালেককে শোকজ করেছে আদালত। জেলা আ’লীগের সাবেক সিনিয়র সহসভাপতি ব্যবসায়ী নুরুল ইসলাম গং গত ৩০ সেপ্টেম্বর জেলা ও দায়রা জজ আদালতে বিচারাধীন মিস আপিল (নং- ১৭/২০২০২ইং) চলমান অবস্থায় বিবাদী জেলা আ’লীগ সহসভাপতি ব্যবসায়ী সালাউদ্দিন সালেক বিরোধীয় সম্পত্তি দখল ও পূর্বের স্থাপনা ভেঙ্গে ফেলার অভিযোগে আদালতে দেয়া পিটিশনের শুনানীর পর এ শোকজ প্রদান করেছে বলে আদালত সূত্রে জানাগেছে।
এ বিষয়ে মরহুম নুরুল ইসলাম খলিফার পুত্র খোকন খলিফা জানায়, আওয়ামীলীগ ও ব্যবসায়ী নেতা মরহুম নুরুল ইসলাম খলিফা শহরের কাপুড়িয়াপট্টি এলাকায় সাবেক বিচারপতি মরহুম সুলতান হোসেন খানের ৩৯ সহস্রাংশ সম্পতির ২৪ সহ¯্রাংশ সম্পতি দীর্গ ৪০/৪৫ বছর ধরে ভোগ দখলে ছিলেন। উক্ত জমি বিক্রয়ে রাজী হলে নুরুল ইসলাম খলিফা ঢাকা গিয়ে মূল্য পরিশোধ করলে বিচারপতি সুলতান আনরেজিষ্টার চুক্তিপত্র দিয়ে পরবর্তীতে ঝালকাঠিতে আসলে রেজিষ্টার করে দেবেন বলে জানান। পরবর্তীতে ৯০দশকে বিএস রেকর্ড কার্যক্রম শুরু হলে বিচারপতি সুলতানের অনুমতিতেই তার নামে ১৫ সহস্রাংশ ও নুরুল ইসলাম খলিফার নামে ২৪ সহস্রাংশ রেকর্ড, ছাপা পর্চা ও গেজেট প্রকাশ হলে তারা ৩০ বছর ধরে শান্তিপূর্ন ভোগ দখলে থাকেন।
তারা আরো জানায়, তাদের দুজনের মৃত্যু হলে বিগত ২০১৮সালে মোঃ সালাউদ্দিন আহম্মেদ সালেক বিচারপতি সুলতানের ওয়ারিশদের কাছ থেকে ৩২সহ¯্রাংশ সম্পত্তি সাব কবলা রেজিষ্ট্রে দলিল করেছেন জানালে মরহুম নুরুল ইসলাম খলিফার ছেলে মোঃ খোকন খলিফা গত ১৮ আগষ্ট ২০১৯ইং তারিখ উক্ত দলিল বাতিল ও স্বত্ত¡ দাবী করে সিনিয়র সহকারী জজ আদালতে দেওয়ানী মোকদ্দমা নং- ৪৪২/১৯ইং (ঝাল) দায়ের করেন। তাসত্বেও চেম্বারের বর্তমান সভাপতি উক্ত সম্পত্তির দখল বুঝে নিতে গেলে খোকন খলিফা গত ২১ সেপ্টেম্বর ২০২০ইং সিনিয়র সহকারী জজ আদালতে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন জানালে ২৯ সেপ্টেম্বর আবেদনটি খারিজ হয়। উক্ত আদেশের বিরুদ্ধে তারা জেলা জজ আদালতে মিস আপিল দায়ের করলে ১ অক্টোবর বর্তমান সভাপতিও পক্ষভ‚ক্ত হয় ও ৩ অক্টোবর থেকে ভেকুমেশিন দিয়ে ৩৯ সহস্রাংশ সম্পতির পুরাতন ঘর ফেলে দিয়ে চারপাশে টিনের বেড়া দিয়ে দেয়। এ বিষয় উল্লেখ করে খোকন খলিফা আদালতে পুনরায় একটি পিটিশন দায়ের করে নতুন স্থাপনা নির্মান প্রচেষ্টা ও পূর্বের অবস্থায় ফিরিয়ে দেয়ার বাধ্যতামূলক নির্দেশনার আবেদন করলে এ শোকজ আদেশ প্রদান করেন।
অন্যদিকে সালাউদ্দিন আহম্মেদ সালেক জানায়, তিনি বিগত ২০১৮সালে বিচারপতি সুলতান হোসেন খানের ওয়ারিশদের কাছ থেকে সাব কবলা রেজিষ্ট্রে দলিল মূলে ৩২সহ¯্রাংশ সম্পত্তি ক্রয় করেন। উক্ত সম্পত্তির দখল বুঝে নিতে মরহুম নুরুল ইসলাম খলিফার ছেলে মোঃ খোকন খলিফা বাধা প্রদান করলে তিনি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা দিলে নুরুল ইসলাম খলিফার নামের বিএস রেকর্ড বাতিল করে ৩৯ সহস্রাংশ সম্পতি বিচারপতি সুলতানের নামে রেকর্ড প্রদান করেন। এ অবস্থায় তার ক্রয়কৃত ৩২সহ¯্রাংশের বাইরে ৬.৮০ সহস্রাংশ সম্পত্তির ৫.৬৯ সহস্রাংশ সুলতান হোসেন খানের এক মেয়ের নামে বিএস রেকর্ড দেয়া হয় যা তার কাছে বিক্রয়ের বিষয়ে একটি আনরেজিষ্টার্ড বায়না পত্র দেয়ায় তিনি পুরো সম্পত্তির দখল বুঝে নেন। তাসত্বেও আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন শুনানী পর্যন্ত অপেক্ষার পর আদালত আবেদন খারিজ করলে দখল বুঝে নেয়া হয়েছে। এখোন যেহেতু একতরফা শুনানী শেষে শোকজ করা হয়েছে আইনগত ভাবেই তার জবাব আদালতে দাখিল করা হবে। একটি জমির মালিকানা সত্ব নিশ্চিত করতে যেসব কাগজপত্র যেমন দলিল, এসএ, বিএস রেকর্ড, নামজারী, খাজনা, দাখিলাসহ বৈধ সকল কাগজপত্র যেহেতু তাদের রয়েছে, সেহেতু তাদের জমি কেউ অবৈধ ভাবে জবরদখল করে খেতে চাইলে সেটাতো আইন-আদালত কোথাও গ্রহনযেগ্য হবেনা।#
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |