আজ শনিবার | ২০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৪ঠা রজব, ১৪৪৬ হিজরি | বিকাল ৫:২৫
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ-ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী কাতলামারি পুলিশ ক্যাম্পের বিশেষ অভিযানে ৩৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার সকাল ১০টার সময় উপজেলার বৈডাঙ্গা বাজারের পাশে ”ষ্টার ২” ইটভাটা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। বিশেষ অভিযানে নেতৃত্ব দানকারি কাতলা মারি পুলিশ ক্যাম্পের এ এস আই জালাল উদ্দীন জানান, বৈডাঙ্গা ইট ভাটা এলাকায় মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সংগিয় ফোর্স নিয়ে সেখানে অভিযান পরিচালনা করি। এ সময় আবুল হোসেন (৪৭) ও জসিম উদ্দিন (৩৪) নামে দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারের সময় তাদের কাছে থেকে ৩৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী আবুল হোসেন ঢাকা গাবতলী এলাকার আবুল বাশারের ছেলে এবং জসিম সদর উপজেলার কোলা গ্রামের মন্টুর ছেলে। ঝিনাইদহ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সোহেল রানা জানান, সকালে ৩৬ পিচ ইয়াবাসহ জসিম ও আবুল হোসেনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
Dhaka, Bangladesh শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:21 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:03 PM |
Asr | 3:05 PM |
Magrib | 5:25 PM |
Isha | 6:46 PM |