আজ রবিবার | ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |২৬শে রজব, ১৪৪৬ হিজরি | রাত ৩:০৩
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ-মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাসকারী ঝিনাইদহের নাগরিকদের সংগঠন ঝিনাইদহ জেলা সোসাইটি ইউএসএ ইনক’ এর পক্ষ থেকে জেলায় করোনায় আক্রান্তদের জন্য অক্সিজেন সিলিন্ডার প্রদাণ করেছে। এ উপলক্ষে রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মজিবর রহমান।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, স্থানীয় সরকারের উপ-পরিচালক ইয়ারুল ইসলাম, সদর হাসপাতালের তত্ববধায়ক ডাঃ হারুন অর রশিদ। ভার্চুয়ালীঅনুষ্ঠানে যুক্ত হন সংগঠনটির সভাপিত আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক হাবিব মোঃ আহসানসহ সংগঠনের উপদেষ্টাবৃন্দ। পরে ২৫ টি অক্সিজেন সিলিন্ডার জেলা প্রশাসকের হাতে তুলে দেন সংগঠনের সহসভাপতি জাকারিয়া মিঠু, জাহিদুল ইসলাম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রবাসী মুক্তিযোদ্ধা আবু জাফর ফিরোজ, সাইফুল রহমান মিঠু ও ইদ্রিস আলি প্রমুখ। অনুষ্ঠানে সভাপিত আব্দুল মজিদ বলেন, আমরা প্রবাসে থেকেও আমাদের জন্মভুমি কথা আমরা ভুলিনি। করোনাকালিন এই মহামারিতে আক্রান্তদের চিকিৎসার্থে তাদের পাশে থাকতে পেরে ভাল লাগছে। ভবিষ্যতেও আমরা ঝিনাইদহবাসির পাশে থাকতে চাই।
Dhaka, Bangladesh শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:41 AM |
Zuhr | 12:11 PM |
Asr | 3:18 PM |
Magrib | 5:40 PM |
Isha | 6:59 PM |