স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ-গত ১৫ই জুলায় হুসাইন প্রতিদিনের ন্যায় শহরের লেদের দোকানের কাজ করে দুপুরের খাবারের উদ্দেশ্যে বাসার পথে রওনা হয়ে মোবাইলে কথা বলতে বলতে আল্ ফালাহ ক্লিনিকের সামনে পৌছায়। তার পিছন থেকে মোটর সাইকেল যোগে ছিনতাইকারী নাহিদ হাসান সোহান ফোনে কথা বলতে বলতে পথে চলাবস্থায় হুসাইনকে থাবা মেরে তার ব্যবহৃত ফোনটি ছিনিয়ে নিয়। সেসময় ছিনতাইকারী নাহিদ হাসান সোহান ভুক্তভোগী হুসাইনকে লাথি মেরে রাস্তার উপরে ফেলে দিয়ে আহত করে পালিয়ে যায়। পরে হুসাইন থানা পুলিশকে অবহিত করলে অতিরিক্ত পুলিশ সুপার জনাব আবুল বাশারের সার্বিক দিক নিদের্শনায় ঝিনাইদহ থানা পুলিশ এবং ডিবি পুলিশের যৌথ অভিযানে বৃহস্পতিবার দুপুরে মোবাইল ছিনতাইকারী নাহিদ হাসান সোহানকে চোরাইকৃত ফোনসহ আটক করে। ছিনতাইকারী নাহিদ হাসান সোহান সদর উপজেলার বংকিরা গ্রামের আশানুর রহমান ফুলজারের ছেলে। এসময় অতিরিক্ত পুলিশ সুপার জনাব আবুল বাশার বলেন উক্ত আসামী যদি আর কারো মোবাইল ছিনতাই করে থাকে, তাহলে অফিসার ইনচার্জ, ঝিনাইদহ থানা, ঝিনাইদহ সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:22 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:05 PM |
Asr | 3:07 PM |
Magrib | 5:27 PM |
Isha | 6:47 PM |