আজ সোমবার | ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১৩ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ৩:৫৭
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ-ঝিনাইদহে সংবাদ প্রকাশের জের ধরে এক সাংবাদিকের বাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এসময় হামলাকারীরা সাংবাদিককে না পেয়ে তার ছেলেকে হাতুড়ি পেটা করেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে শহরের ৩ নং পানির ট্যাংকি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, গত বৃহস্পতিবার দৈনিক ভোরের পাতা পত্রিকার অনলাইন প্রিন্ট ভার্সনে ‘এমপি তাহজীবের অপকর্মের মূলহোতা পৌর আ.লীগের সভাপতি জীবন বিশ্বাস!’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়। সংবাদে রিপোর্টার হিসেবে উৎপল দাস নাম রয়েছে। সংবাদ প্রকাশের পর বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ভোরের পাতা পত্রিকার ঝিনাইদহ ঝিনাইদহ জেলা প্রতিনিধি এনামুল কবীর দীপুর বাড়িতে হামলা চালায় ২৫/৩০ জনের একটি দল। পরিবার থেকে জাননো হয়, রাত সাড়ে ৮ টার দিকে বাড়ির গেট দিয়ে ২৫-৩০ জনের একটি অচেনা দল ঘরের মধ্যে প্রবেশ করে এনামুল কবির দিপু’র কথা জিজ্ঞাসা করে। এই সময়ে দিপুর ছেলে সাফি এসে বাবা বাড়িতে নেই বলে জানান। এ কথা শোনার পর হামলাকারীরা সাফিকে হাতুড়ি দিয়ে মারপিট শুরু করে। সাফির আত্মচিৎকারে পরিবারের লোকজন ছুটে এসে হামলাকারীরা সেখান নিয়ে বাসার নিচ তলার রাখা চেয়ার টেবিল ও কম্পিউটার ভাংচুর করে পালিয়ে যায়। খবর পেয়ে ঝিনাইদহ সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছায়। সেখান থেকে আহত সাফিকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ওসি ইনচার্জ সোহেল রানা জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। সাংবাদিকের পরিবারের উপর হামলাকারীদের আটকের জন্য অভিযান চলছে। আশা করি তাদের খুব দ্রæত তাদের গ্রেফতার করে আইনেই আওতায় আনতে পারব। এদিকে এ ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছে জেলা সাংবাদিক সংগঠনগুলো। ঘটনায় জড়িত ও হামলাকারীদের সকলের দ্রæত গ্রেফতার করে শাস্তির জোর দাবি জানিয়েছে সাংবাদিক নেতৃবৃন্দ।
Dhaka, Bangladesh রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:07 PM |
Asr | 3:10 PM |
Magrib | 5:31 PM |
Isha | 6:50 PM |