আজ শনিবার | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১১ই রজব, ১৪৪৬ হিজরি | ভোর ৫:৪৬
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ-১৯ বছরের ভোট কেন্দ্র অন্যত্র সরিয়ে বিশেষ মহলের সুবিধা প্রদানের অভিযোগ উঠেছে। নির্বাচন কর্মকর্তারা কারো দ্বারা প্ররোচিত হয়ে পুরানো এই ভোট কেন্দ্র সরিয়েছেন বলে গ্রামবাসির একাংশ দাবী করেন। এ নিয়ে এলাকায় চাপা ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। ভোটকেন্দ্র পুনঃবহালের দাবীতে এলাকাবাসি জেলা নির্বাচন অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। লিখিত পত্রে উল্লেখ করা হয়েছে, ১৯৯৭ সাল থেকে ২০১৬ সার পর্যন্ত ঝিনাইদহ সদর উপজেলার কালীচরণপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ভোটাররা ভগবাননগর এবতেদায়ী মাদ্রাসা ভোট কেন্দ্রে ভোট দিয়ে আসছেন। কিন্তু হঠাৎ করে ভগবাননগর এবতেদায়ী মাদ্রাসা কেন্দ্র কেটে ভগবাননগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে করা হয়েছে। কেন্দ্রটি গ্রামের শেষ প্রান্তে বলে উল্লেখ করে গ্রামবাসির পক্ষে আব্দুস সাত্তার অভিযোগ করে বলেন, সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্র হলে বৃদ্ধ ভোটাররা হয়রানী ও কষ্ট পাবেন। তিনি বলেন ভগবাননগর এবতেদায়ী মাদ্রাসাটিতে ভবন রয়েছে। তাছাড়া ভোটারদের জন্য কেন্দ্রটি নিরাপদ। এ বিষয়ে ঝিনাইদহ জেলা নির্বাচন অফিসার আব্দুস সালেক জানান, সরেজমিন তদন্ত করে কেন্দ্রটি পরিবর্তন করা হয়েছে। তিনি বলেন আমরা সুদুর প্রসারী চিন্তা করে কেন্দ্র স্থাপন করি। এবতেদায়ী মাদ্রাসা কেন্দ্রটি জরাজীর্ন বলেও তিনি উল্লেখ করেন। অন্যদিকে স্থানীয় ওয়ার্ড মেম্বর জাহাঙ্গীর আলম জানান, এবতেদায়অ কেন্দ্রটি জরাজীর্ন নয়। কোন মহল দ্বারা প্ররোচিত হয়ে পুরানো এই ভোট কেন্দ্র সরানো হয়েছে।
Dhaka, Bangladesh শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |