আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | ভোর ৫:১০
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ -মেহেরপুর সদর উপজেলার বসন্তপুর এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’র এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ঝিনাইদহ র্যাব-৬। বৃহস্পতিবার ভোররাতে সদরের বসন্তপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানী কমান্ডার কামাল উদ্দিন জানান, ২০১৯ সালের ২৯ নভেম্বর চুয়াডাঙ্গা সদর থানার জঙ্গি মামলার অন্যতম পলাতক আসামী তারিক হোসেন বসন্তপুর এলাকায় অবস্থান করছে এমন খবরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তারিক হোসেন মেহেরপুর সদর উপজেলার বসন্তপুর গ্রামের আব্দুল বারিকের ছেলে। সে আল্লাহর দলের মেহেরপুর সদর থানার “সহ থানা নির্বাহী” হিসেবে দায়িত্ব পালন করে আসছিল। সকালে চুয়াডাঙ্গা আদালতে তাকে সোপর্দ করা হয়।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |