আজ শুক্রবার | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১০ই রজব, ১৪৪৬ হিজরি | সকাল ১০:৩৫
টঙ্গী: গাজীপুরের টঙ্গীর তিলার গাতি এলাকায় নেশায় বাধা দেওয়ায় গৃহবধূর দুই হাতের রগ কেটে দিয়েছে স্বামী। গুরুতর আহত অবস্থায় এলাকাবাসী গৃহবধূ মৌসুমি আক্তারকে (২৮) উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
এলাকাবাসী জানান, তিলার গাতি এলাকার মোস্তফা মিয়ার একমাত্র মেয়ে মৌসুমি আক্তার। ৯ বছর আগে একই এলাকার মোসলেম উদ্দিনের ছেলে শাহজাহান মিয়ার (৩২) সঙ্গে তার বিয়ে হয়।
বিয়ের দুই-তিন বছর পর শাহজাহান মিয়া নেশায় আসক্ত হয়ে পড়েন। নেশা করে এসে মৌসুমি আক্তারকে অসংখ্যবার তিনি অমানুষিক নির্যাতন করেন। মৌসুমি দুটি সন্তানের কথা চিন্তা করে স্বামী শাহজাহান মিয়াকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে অনেক চেষ্টা করেন।
শুক্রবার দুপুরে মানুষ যখন জুমার নামাজ আদায় করতে মসজিদে যান, শাহজাহান মিয়া তখন ঘরে বসে নেশা করছিলেন। স্ত্রী মৌসুমি এটা দেখে শাহজাহান মিয়াকে নেশা করতে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে শাহজাহান মিয়া মৌসুমিকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় ও হাতে আঘাত করেন। এতে তার দুই হাতের রগ কেটে যায়।
Dhaka, Bangladesh শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |