আজ শনিবার | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১১ই রজব, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৬:৪৫
মোহম্মদ শরীফুল ইসলাম:- টাংগাইল জেলার সখিপুর উপজেলায় করোনা আক্রান্ত হয়ে কাকড়াজান ইউনিয়নের চারবারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান শামছুল হক পান্না(৭৫) মৃত্যুবরণ করেছে। তিনি করোনা আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, তিনি কিছুদিন যাবৎ অসুস্থ থাকায় গত মঙলবার প্রথমে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজে রেফার্ড করেন। সেখানে নেওয়ার পর আইসিইউ তে রেখে চিকিৎসা দেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় গতরাত ৩:৩০ মিনিটের দিকে তার মৃত্যু হয়।
তিনি একাধারে রাজনীতিবিদ, সমাজসেবক, শিক্ষানুরাগী ছিলেন। তিনি কাকড়াজান ইউনিয়নের ইন্দারজানী পাবলিক উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন হাইস্কুল, প্রাইমারি স্কুল, মাদ্রাসা সহ বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন বাজার, সকল সরাস্তাঘাট ও ইন্দারজানী বাজার বণিক সমিতির প্রতিষ্ঠাতা।
উনার মৃত্যুতে সখিপুর উপজেলার বিভিন্ন দলের রাজনীতিবিদ, বিভিন্ন মহলের গুণীজন, এলাকাবাসী সহ সবার মাঝে শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী বলেন, তিনি কাকড়াজান ইউনিয়নের উন্নয়নের রুপকার ছিলেন। তার মৃত্যুতে এলাকার অপূরণীয় ক্ষতি হয়ে গেলো।
Dhaka, Bangladesh শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:30 PM |
Isha | 6:50 PM |