আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | ভোর ৫:৪৬
ঢাকা :-বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ইমরুল হাসান ও কাজী নাবিল আতাউর রহমান ভূইঁয়া মানিক। ৮৯ ভোট পেয়েছেন ইমরুল, নাবিল পেয়েছেন ৮১ ভোট আর মানিক পেয়েছেন ৭৫ ভোট।
চার সভাপতি পদে তাবিত আউয়াল ও মহিউদ্দিন মহি সমান ৬৫ ভোট পেয়েছেন। তাই আগামী ৩১ অক্টোবর পুনরায় এই পদে ভোট গ্রহণ করা হবে।
একই পদে শেখ মুহম্মদ মারুফ হাসান ৬১ ভোট পেয়েছেন। আমীরুল ইসলাম বাবু ৫৬ ও ৪৮ ভোট পেয়েছেন আবদুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান।
এদিকে সভাপতি পদে কাজী মো. সালাউদ্দিন ৯৪ ভোট পেয়ে আনুষ্ঠানিকভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাদল রায় পেয়েছেন ৪০ ভোট। অন্যদিকে আরেক প্রার্থী শফিকুল ইসলাম মানিক পেয়েছেন ১ ভোট।
এছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে ৯১ ভোট পেয়ে আনুষ্ঠানিকভাবে বিজয়ী হয়েছেন আবদুস সালাম মুর্শেদী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ মো. আসলাম পেয়েছেন ৪৪ ভোট।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |