আজ শনিবার | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১১ই রজব, ১৪৪৬ হিজরি | দুপুর ১২:১২
মোহাম্মদ শরীফুল ইসলামঃ- টাঙ্গাইলের কালিহাতীতে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাস্ট্রপতি জিয়াউর রহমানের ৪০ তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে উপজেলা জাতীয়তাবাদী দলের (বিএনপির) আয়োজনে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে বিএনপির ও অঙ্গসংগঠনের নেতাদের ওপর ছাত্রলীগ হামলা করেছে বলে অভিযোগ পাওয়া যায়। রোববার (৩০ মে) সকালে কালিহাতী শাজাহান সিরাজ কলেজ ফটকের সামনে এ ঘটনা ঘটে। কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক বেনজির আহমেদ টিটু জানান, আমি সহ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক জসিম খান, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক বকুল মিয়া বাঙ্গাল মার্কেটে অপেক্ষা শেষে রওনা দেয়ার সময় উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মনিরুজ্জামান মনির, যুগ্ম-আহ্বায়ক মেহেদী হাসান তুহিন, ছাত্রলীগ নেতা শাহেদ ও নাগবাড়ি ইউনিয়ন যুবলীগের সভাপতি আয়নাল হকের নেতৃত্বে প্রায় একশত ছাত্রলীগ-যুবলীগ নেতা-কর্মী আমাদের ওপর অতর্কিত হামলা করে। আমাদের বহন করার জন্য রাখা জসিম খানের গাড়িটি ভাঙচুর করে। এসময় আমরা সহ এলেঙ্গা পৌর শ্রমিকদল নেতা আইয়ুব আলী ও লিমন আহত হয়।
উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মনিরুজ্জামান মনির এ বিষয়ে বলেন, বিএনপি নেতাকর্মীরা সড়ক অবরোধ করে মিছিল করার সময় আমরা তাদের সরিয়ে দেই। তাছাড়া ওই সময় অন্য কোনও ঘটনা ঘটেনি। কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা আজিজুর রহমান এ বিষয়ে বলেন, সকালে আমি বঙ্গবন্ধু সেতুর রেল সেতু প্রকল্পের সভায় থাকায় বিষয়টি আমার জানা নেই।
Dhaka, Bangladesh শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:30 PM |
Isha | 6:50 PM |