আজ মঙ্গলবার | ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১৪ই রজব, ১৪৪৬ হিজরি | বিকাল ৫:৫৩
সখিপুর(টাঙ্গাইল)প্রতিনিধি:টাঙ্গাইলের সখিপুরে আ.লীগ দোসর পিডিবি ঠিকাদার অন্তরের দাপট অব্যাহত রয়েছে। পতিত ফ্যাসিষ্ট সরকারের বিভিন্ন প্রভাবশালী নেতাদের সাথে ছবি তুলে অন্তর আহমেদ তাদের সাথে সখ্যতা রয়েছে বলে সখিপুর পিডিবি অফিসে একক আধিপত্য বিস্তার করেছে। তার অনৈতিক কাজের কোন অফিসার বিরোধিতা করলে তার নামে কল্পকাহিনী তৈরী করে বেনামে উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট অভিযোগ দাখিল করতো এবং ভয়ভীতি দেখিয়ে মোটা অংকের উৎকোচ আদায় করার অভিযোগ রয়েছে।
অন্তর টাঙ্গাইলের তত্ত¡াবধায়ক প্রকৌশলী মো.ওবাইদুল ইসলামকে নিয়মিত বেড পার্টনার পাঠিয়ে ধরাকে সরা জ্ঞান করে বিভিন্ন অনিয়ম-দুর্নীতি করার অভিযোগ রয়েছে। তার অনিয়ম দুর্নীতির তদন্ত আসলে তত্ত¡াবধায়ক প্রকৌশলী কৌশলে তাকে বাঁচিয়ে দেয় বলেও অভিযোগ রয়েছে, পিডিবি কর্মকর্তা/কর্মচারীদের হয়রানি করার জন্য অন্তরকে গোপনে সহযোগিতা করেন টাঙ্গাইলের তত্ত¡াবধায়ক প্রকৌশলী মো.ওবাইদুল ইসলাম। অন্তরের মাধ্যমে হয়রানি বদলির অভিযোগ তুলে সখিপুর পিডিবির নির্বাহী প্রকৌশলী আবু বকর তালুকদারের নিকট ভুক্তভোগী কয়েকজন কর্মকর্তা/কর্মচারী লিখিত অভিযোগ দিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কতিপয় পিডিবির কর্মচারী তত্ত¡াবধায়ক প্রকৌশলী মো.ওবাইদুল ইসলামকে ইঙ্গিত করে তারা বলেন, স্যার সহায়তা না করলে অন্তর এতো বেপরোয়া হতো না। কথিত আ.লীগের দোসর অন্তর আহমেদ পিডিবি টাঙ্গাইলের তত্ত¡াবধায়ক প্রকৌশলী (এসই) মো. ওবাইদুল ইসলামের অন্তরঙ্গ সম্পর্কের কথা সাংবাদিকরা সাবেক বোর্ড মেম্বার ও বর্তমান চেয়ারম্যান রেজাউল করিমকে স্থির চিত্র ও অন্যান্য প্রমানসহ জানানোর পরও অজ্ঞাতকারনে তিনি কোন কার্যকরী পদক্ষেপ গ্রহন করেননি। অন্তর ময়মনসিংহের ভালুকা মল্লিক বাড়ি পিডিবির (ভালুকা বিদ্যুৎ অফিসের) তার চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে। পরবর্তীতে জানা যায় পিডিবির ভালুকা অফিসের লোকজন থানা হেফাজত থেকে ঠিকাদার অন্তরের মালামাল বুজে নেয় এবং ক্ষমতার দাপটে সেই যাত্রাও তিনি রেহাই পান। সে এতোটাই ধূর্ত সাবেক প্রধান প্রকৌশলী রফিকুল ইসলামকে আ.লীগ প্রভাবশালী নেতা মির্জা আজমের মাধ্যমে বোর্ড মেম্বার করে দিবে বলে ২৮লাখ টাকার চুক্তি নিয়েছেন তিনি বিভিন্ন জায়গায় এমন প্রচার করে নিজের স্বক্ষমতা জানান দিতেন। তার এসব অপকর্মের জন্য ৫আগষ্টের পর তাকে পিটিয়ে সখিপুর ছাড়া করেছে বিক্ষুদ্ধ জনতা।
অন্তর সখিপুর পিডিবি নির্বাহী প্রকৌশলী আবু বকর তালুকদারের আনুকুল্য পাওয়ার জন্য সাবেক এমপি এড.জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের এর নামে ভূয়া ডিও লেটার তৈরী করে। এতে আনুকুল্য না পাওয়ায় সখিপুর পিডিবির নির্বাহী প্রকৌশলী আবু বকর তালুকদারকে হেনস্তা করার জন্য এই অন্তর চুক্তির মাধ্যমে ভালুকায় চ্যানেল এস টিভির কথিত সাংবাদিক ওমর ফারুক তালুকদারকে ভাড়া করে। এই হেনস্তার প্রতিবাদে নির্বাহী প্রকৌশলী আবু বকর তালুকদার সখিপুর,ভালুকা থানাসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দাখিল করেছেন। এ বিষয়ে চ্যানেল এস স্যাটেলাইট টিভির কর্তৃপক্ষ (সিইও) মো.জামাল হোসেন পান্না মুঠোফোনে বলেন, ওমর ফারুকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগ থাকায় তাকে বাদ দেওয়া হয়েছে। ২০২৩ সালে অন্তর আহমেদ এর বিভিন্ন অপকর্মের প্রতিবেদন বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত হলেও পতিত ফ্যাসিষ্ট সরকারের প্রভাবশালী মন্ত্রী এমপি’রা কোন ব্যবস্থাই গ্রহন করেননি। বিগত ৫আগষ্ট শেখ হাসিনার অবৈধ সরকার পালিয়ে যাওয়ার পরও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের উপর হামলার মামলায় অন্তর আহমেদ ৪১ নং আসামী। সে তার ফেইসবুক পেইজে বর্তমান অর্ন্তবর্তী সরকারের কঠোর সমালোচনা করে আ.লীগের পক্ষে স্ট্যাটাস দেয় এবং লাইফে এসে সরকারের বিভিন্ন দপ্তরের বিতর্কিত সমালোচনা করে।
এ বিষয়ে পিডিবি সখিপুর শাখার নির্বাহী প্রকৌশলী আবু বকর তালুকদার বলেন, এই অন্তর আমাকে ফেব্রæয়ারী ২০২৪ হতে অন্যত্র বদলি করার হুমকি দিয়ে আসছে, প্রথম দিকে বিষয়টি তেমন গুরুত্ব দেয়া হয়নি, শুধুমাত্র আমার স্যারকে মৌখিক জানিয়ে রাখছি, তবে এখন বিষয়টি উদ্বেগজনক। এ দুষ্কৃতিকারী অন্তরের ষড়যন্ত্র এখনো অব্যাহত আছে। এসব বিষয়ে জানার জন্য তত্ত¡াবধায়ক প্রকৌশলী মো.ওবাইদুল ইসলাম এর মুঠোফোনে যোগাযোগ করা হলে অন্তরের ষড়যন্ত্রের বিষয়টি নির্বাহী প্রকৌশলী আবু বকর তালুকদার এর মাধ্যমে পূর্ব থেকে অবগত ছিলেন এবং নির্বাহী প্রকৌশলী উপযুক্ত আইনগত ব্যবস্থা নিয়েছেন বলে তিনি জানান।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:07 PM |
Asr | 3:11 PM |
Magrib | 5:32 PM |
Isha | 6:52 PM |