আজ রবিবার | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১২ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ১:৫৭
টাঙ্গাইল প্রতিনিধি:-টাঙ্গাইলের মির্জাপুরের বঙ্গমাতা ফজিলাতুন্নেছা পদক পেলেন দানবীর রণদা’র কন্যা জয়াপতি। রোববার (৮ আগস্ট) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ হতে পদকটি জয়াপতির ছেলে মহাবীরপতির হাতে তুলে দেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি।
শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া ক্ষেত্রে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব’ পদক পেয়েছেন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার জয়াপতি (মরণোত্তর)।
প্রসঙ্গত, জয়াপতি ১৯৩২ সালের ১২ই সেপ্টেম্বর টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় জন্মগ্রহণ করেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে ‘ছানা’ বলে ডাকতেন। তিনি একজন অত্যন্ত সফল মেধাবী শিক্ষক, শিক্ষা প্রশাসক, পরিচালক, উদ্যোক্তা এবং কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা শহীদ দানবীর রণদা প্রসাদ সাহার উত্তস্বরী।
সে ১৯৫০ এর দশকে যুক্তরাজ্য থেকে উচ্চশিক্ষা লাভ করেন। মুক্তিযুদ্ধের সময় তার পিতা রণদা প্রসাদ সাহা ও ভাই ভবানী প্রসাদ সাহা পাকিস্তানি বাহিনী দ্বারা অপহৃত ও নিখোঁজ হন। রণদা প্রসাদ সাহার অনুপস্থিতিতে তার স্বপ্নের প্রতিষ্ঠান কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট, কুমুদিনী হাসপাতাল, ভারতেশ্বরী হোমস্, টাঙ্গাইল কুমুদিনী কলেজ ইত্যাদি প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্ব পালন করেন।
বিশেষ করে মির্জাপুরের ভারতেশ্বরী হোমস্ ও টাঙ্গাইল কুমুদিনী কলেজের মাধ্যমে নারী শিক্ষায় অনন্য নজীর স্থাপন করেছেন। মুক্তিযুদ্ধ চলাকালীন তার ব্যবস্থাপনায় যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবা প্রদানে কুমুদিনী হাসপাতাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
জয়াপতি ১৯৭৩ সালে কুমুদিনী হাসপাতালে সম্পূর্ণ বিনা খরচে নার্সিং প্রশিক্ষণের লক্ষ্যে স্কুল অব নার্সিং প্রতিষ্ঠা করেন যা সারাদেশে জনপ্রিয় ও উন্নতমানের শিক্ষার জন্য সুপরিচিত।
নারায়ণগঞ্জে প্রচলিত শিক্ষা থেকে ঝড়ে পড়া ছেলে-মেয়েদের আত্মকর্মসংস্থানে সক্ষম করে গড়ে তুলতে ১৯৮৪ সালে প্রতিষ্ঠা করেন, কুমুদিনী ট্রেড ট্রেনিং স্কুল। এই প্রতিষ্ঠানে সম্পূর্ণ বিনা খরচে শিক্ষার্থীদের বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ দেয়া হয়।
শিক্ষাক্ষেত্রে তার অনন্য স্বীকৃতি স্বরূপ সরকার জয়াপতিকে (মরণোত্তর) বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব’ পদক-২১’এ ভ‚ষিত করেছেন। তার এ পদক প্রাপ্তিতে কুমুদিনী পরিবারে খুশির আমেজ বইছে।
Dhaka, Bangladesh শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:30 PM |
Isha | 6:50 PM |