আজ বৃহস্পতিবার | ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৯ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ৯:৪৯
টাঙ্গাইল প্রতিনিধি :- টাঙ্গাইলের সখপুরে মাটি ভর্তি ট্রাফি ট্রাক্টর থেকে পড়ে গিয়ে জালাল উদ্দিন (৬০) ও শরিফুল ইসলাম (৭) নামের দাদা-নাতীর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের খুলিয়া জুড়ি পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় সখীপুর থানায় অপমৃত্যুর মামলা নিয়েছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী জানায়, বাড়ির পাশ থেকে ট্রাক্টর দিয়ে মাটি কাটছিলো জালাল উদ্দিন।
সেই ট্রাক্টরের উপর চড়তে দাদার কাছে বায়না ধরে নাতী শরিফুল। নাতীর ইচ্ছা পূরণ করতে দাদা-নাতী এক সাথে মাটি ভর্তি ট্রাক্টরের উপর চড়ে। বাড়ির পাশে উঁচু টিলার সামনে ট্রাক্টর ঝাকুনি দিলে তারা পড়ে যায়। ঘটনাস্থলেই নাতী শরিফুলের মৃত্যু হয়।
গুরুতর আহত অবস্থায় দাদা জালাল উদ্দিনকে মির্জাপুরের একটি প্রাইভেট হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের মাতম বইছে।
সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এ.কে সাইদুল হক ভূঁইয়া বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা নেয়া হয়েছে।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:08 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |