আজ শুক্রবার | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১০ই রজব, ১৪৪৬ হিজরি | দুপুর ১:২৪
মোহাম্মদ শরীফুল ইসলাম ঃ- টাঙ্গাইলের সখিপুরে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া উপজেলার দশটি ইউনিয়নে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠন আলাদাভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪২ ৪২তম শাহাদাত বার্ষিকী পালন করেছেন।
আজ মঙ্গলবার (৩০মে) বিকালে উপজেলার বিএনপি কার্যালয়ে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি মো: নাসির উদ্দিন। পৌর বিএনপির সাধারণ সম্পাদক মীর আবুল হাশেম আজাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সখিপুর উপজেলা বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা শাহজাহান সাজু,উপজেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাছেদ মাস্টার, সাবেক সাধারণ সম্পাদক নাসির উদ্দিন,উপজেলা বিএনপির সহসভাপতি অধ্যাপক ফারুক, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি হাজী আব্দুল গনি, সহসভাপতি লুৎফর রহমান,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সিকদার মোহাম্মদ সবুর রেজা প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি করা হয়েছিল কেন্দ্রীয় বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান তিনি বিদেশ থাকায় উপস্থিত হতে পারেননি।
আরও উপস্থিত ছিলেন, পৌর বিএনপি’র সিনিয়র সাধারণ সম্পাদক পাভেল তালুকদার, উপজেলা যুবদলের আহ্বায়ক ফরহাদ ইকবাল, সদস্য সচিব নাছির উদ্দিন,যুগ্ন আহ্বায়ক নুর ই আজম, যুবদল নেতা আলী আশরাফ, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুমন সরকার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক একাব্বর আলী, সদস্য সচিব ইমরান খান, পৌর ছাত্রদলের আহ্বায়ক অন্তর, সদস্য সচিব রাফেলসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও অন্যান্য প্রয়াত নেতাদের রুহের মাগফিরাত কামনা করে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া মাহফিল পরিচালনা করেন সখিপুর আদী বাড়ি জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মাহমুদুল হাসান সখিপুরী। দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।
Dhaka, Bangladesh শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |