আজ শুক্রবার | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১০ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ১১:২৭
মোহাম্মদ শরীফুল ইসলাম:-টাংগাইল ০৮ (সখিপুর- বাসাইল) আসনের চারবারের সংসদ সদস্য ও সখিপুর আবাসিক মহিলা কলেজের প্রতিষ্ঠাতা, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, তিলোত্তমা সখিপুর গড়ার অন্যতম কারিগর, অধ্যাপক কৃষিবিদ শওকত মোমেন শাহজাহানের ৯ম মৃত্যু বার্ষিকী শুক্রবার পালিত হয়েছে। মহান জাতীয় সংসদ সদস্য থাকা অবস্থায় ২০১৪ সালের ২০ জানুয়ারি ভোরে সখিপুর নিজবাসায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি নবম সংসদে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সদস্য ছিলেন।
অধ্যাপক কৃষিবিদ শওকত মোমেন শাহজাহান বাসাইল ও সখিপুর উপজেলাবাসীর গণমানুষের শিক্ষা-সংস্কৃতি উন্নয়নমূলক কর্মকান্ডে সব সময় নিজেকে নিয়োজিত রাখতেন। সর্বোপরি তাঁর চিন্তা-চেতনা ধ্যান ধারণার একটি রূপরেখাই ছিল সেটি হলো বাসাইল সখিপুর উপজেলার সর্বাঙ্গীণ কল্যাণ ও উন্নয়ন। বাসাইল ও সখিপুরের উন্নয়নের গতিধারাকে অব্যাহত রাখতে তার জীবদ্দশায় কঠোর পরিশ্রম করেছেন জনপ্রিয় সাবেক সংসদ সদস্য কৃষিবিদ অধ্যাপক শওকত মোমেন শাহজাহান। বাসাইল ও সখিপুর উপজেলাবাসীর সর্বস্তরের জনসাধারণের একজন প্রিয় মানুষ ছিলেন তিনি। তিনি মানুষের সুখে দুঃখে বিপদে-আপদে সব সময় পাশে থাকতেন। কল্যাণময়ী, নিরহংকারী, শিক্ষানুরাগী, সংস্কৃতিমনা, পরোপকারী, সাদা মনের একজন মানুষ ছিলেন তিনি। তাঁর জানাজা নামাজে লাখো মানুষের ঢল নেমেছিল। হাজার হাজার মানুষ চোখের অশ্রু ঝরিয়ে ছিল জনপ্রিয় সংসদ সদস্য কৃষিবিদ শওকত মোমেন শাহজাহানের মৃত্যুতে।
শওকত মোমেন শাহজাহানের ইন্তেকালের দীর্ঘদিন পূর্বেই তাঁর সহধর্মিণী শবনম মমতাজ জাহানও ইন্তেকাল করেছেন। পারিবারিকভাবে তাঁর পরিবারে বর্তমানে এক পুত্র অনুপম শাহজাহান জয়, পুত্রবধূ তামান্না মহসিন মৌ ও এক কন্যা পুনম শারমিন ঝিলমিল, পরিবারের অন্যান্য সদস্য সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর বাবা আলহাজ্ব মুক্তার আলী তালুকদার অবিভক্ত গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। তাঁর পুত্র অনুপম শাহজাহান জয় বাসাইল সখিপুরের সাবেক জাতীয় সংসদ সদস্য ছিলেন, বর্তমানে সখিপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তরুণ সাবেক সাংসদ অনুপম শাহজাহান জয় এলাকার মানুষের কাছেও বেশ জনপ্রিয়। শওকত মোমেন শাহজাহানের ভাই জুলফিকার হায়দার কামাল সখিপুর উপজেলা পরিষদের উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
শওকত মোমেন শাহজাহান একাধারে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় গাজীপুর, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় টাঙ্গাইলের সিন্ডিকেট সদস্য ছিলেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি ও বাংলাদেশ কৃষকলীগের উপদেষ্টা এবং সিনিয়র সহসভাপতি ছিলেন।
রাজনীতির পাশাপাশি সাহিত্যিক হিসেবেও এলাকার মানুষের কাছে বেশ জনপ্রিয় ছিলেন কৃষিবিদ অধ্যাপক শওকত মোমেন শাহজাহান। বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরউত্তম প্রতিষ্ঠিত সখিপুরের সরকারি মুজিব কলেজের কৃষি শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন। শওকত মোমেন শাহজাহান ১৯৮৩-৮৭ সখিপুর থানা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। টাংগাইল জেলা কৃষকলীগের ১৯৯১-৯৫ সভাপতির দায়িত্ব পালন করেছেন এবং টাংগাইল জেলা আওয়ামীলীগের ১৯৮৭-৯৪ সহ সভাপতি ছিলেন। তিনি বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। বাসাইল সখিপুরের মানুষের জনপ্রিয় সফল রাজনীতিক শওকত মোমেন শাহজাহান কারাবরণ করেছেন ১৯৭৫-৭৯ সাল পর্যন্ত। শওকত মোমেন শাহজাহান ১৯৮৬,১৯৯৯ (উপনির্বাচন), ২০০৮ ও ২০১৪ সালে তিনি আওয়ামীলীগের মনোনয়ন পান এবং সাংসদ সদস্য নির্বাচিত হন।
শওকত মোমেন শাহজাহানের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার সখিপুর আবাসিক কলেজ প্রাঙ্গণে অবস্থিত তাঁর কবরে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, মুক্তিযুদ্ধবৃন্দ, রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ পুষ্পার্ঘ্য নিবেদন করে।
সখিপুর আবাসিক মহিলা অনার্স কলেজ ও শওকত মোমেন শাহজাহান স্মৃতি গবেষণা পরিষদের যৌথ আয়োজনে মহিলা কলেজ প্রাঙ্গনে নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় অধ্যাপক কৃষিবিদ শওকত মোমেন শাহজাহানের বর্ণাঢ্য কর্মময় জীবন ও কর্ম নিয়ে আলোচনায় অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এস এম জাকির হোসাইন এর সভাপতিত্বে অংশ নেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরউত্তম, উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, উপজেলা নির্বাহি অফিসার ফারজানা আলম, বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযুদ্ধা ইদ্রিস আলী শিকদার, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন তালুকদার খোকা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শওকত শিকদার, সাধারণ সম্পাদক অনুপম শাহজাহান জয়, অধ্যক্ষ এম ও গণি, অধ্যক্ষ রেণুবর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক গোলাম কিবরিয়া বাদল প্রমুখ। মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোরআনখানী, কাঙালিভোজ, দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়াও স্মরণ সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, মুক্তিযোদ্ধা বৃন্দ, সখিপুর বাসাইল উপজেলার রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ প্রমুখ।
Dhaka, Bangladesh শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |