আজ শনিবার | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১১ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ১১:৩৬
টাঙ্গাইল প্রতিনিধি:-আগের কমিটি বিলুপ্তি ঘোষণার ৩ মাস পর টাঙ্গাইলে ১২টি উপজেলার মধ্যে ৮ উপজেলা ও ৭টি পৌরসভায় বিএনপির নতুন আহবায়ক কমিটি ঘোষণা এবং অনুমোদন দিয়েছেন টাঙ্গাইল জেলা বিএনপি’র আহবায়ক কমিটি।
বৃহস্পতিবার (১০ মার্চ) রাতে নতুন আহবায়ক কমিটির অনুমোদন দেয় জেলা বিএনপির আহবায়ক এডভোকেট আহমেদ আযম খান ও সদস্য সচিব মাহমুদুল হক সানু।
শুক্রবার (১১ মার্চ) সকালে এ প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেছেন জেলাসদস্য সচিব মাহমুদুল হক সানু।
তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নতুন আহবায়ক কমিটি দেয়া হয়েছে। কয়েক দিনের মধ্যে বাকি উপজেলা ও পৌরসভাগুলোতে নতুন আহবায়ক কমিটি দেয়া হবে। এ লক্ষে কাজ চলছে।
৮ উপজেলা ও ৭টি পৌরসভায় নতুন আহবায়ক, সদস্য সচিব ও সাধারণ সদস্য মিলে ৫ শতাধিক নেতাকর্মী কমিটিতে জায়গা পেয়েছেন। তারা হলেন-
১। ধনবাড়ী উপজেলা বিএনপি: আহবায়ক অধ্যক্ষ এম আজিজুর রহমান ও সদস্য সচিব মো. এনামুল হক, ৪ জন যুগ্ম আহবায়ক এবং ৩৬ জন সদস্য।
পৌর বিএনপি: আহবায়ক এস.এম. এ ছোবাহান ও সদস্য সচিব মো. রফিকুল ইসলাম স্বপন, ৬ জন যুগ্ম আহবায়ক এবং ৩৩ জন সদস্য।
২। মধুপুর উপজেলা বিএনপি: আহবায়ক মো. জাকির হোসেন সরকার ও সদস্য সচিব মো. নাছির উদ্দিন, ৬ জন যুগ্ম আহবায়ক এবং ৩৩ জন সদস্য।
পৌর বিএনপি: আহবায়ক খুররম খান ইউসুফজী প্রিন্স ও সদস্য সচিব খন্দকার মোতালিব হোসেন, ৮ জন যুগ্ম আহবায়ক এবং ৩১ জন সদস্য।
৩। কালিহাতী উপজেলা বিএনপি: আহবায়ক মজনু মিয়া ও সদস্য সচিব রফিকুল ইসলাম (ভিপি), ৮ জন যুগ্ম আহবায়ক এবং ৩৮ জন সদস্য।
পৌর বিএনপি: আহবায়ক ইঞ্চিনিয়ার মো. সাহিদুর রহমান সিদ্দিকী ও সদস্য সচিব সৈয়দ আব্দুল ওয়াদুদ তৌহিদ, ৯ জন যুগ্ম আহবায়ক এবং ৩০ জন সদস্য।
এলেঙ্গা পৌর বিএনপি: আহবায়ক একাব্বর আলী ও সদস্য সচিব হারুন অর রশিদ হিরু, ১১ জন যুগ্ম আহবায়ক এবং ২৯ সদস্য।
৪। নাগরপুর উপজেলা বিএনপি: আহবায়ক এস.এম সালাম ও সদস্য সচিব হাবিবুর রহমান হবি, ৭ জন যুগ্ম আহবায়ক এবং ৪২ সদস্য।
৫। মির্জাপুর উপজেলা বিএনপি: আহবায়ক ফাতেমা আজাদ ও এ উপজেয়া সদস্য সচিবের নাম ঘোষণা করা হয়নি। ১১ জন যুগ্ম আহবায়ক এবং ৪৯ জন সদস্য।
পৌর বিএনপি: আহবায়ক হযরত আলী মিয়া ও সদস্য সচিব এস.এম মহসিন, ৭ জন যুগ্ম আহবায়ক এবং ৩৫ জন সদস্য।
৬। বাসাইল উপজেলা বিএনপি: আহবায়ক এনামুল করিম অটল ও সদস্য সচিব এডভোকেট নুর নবু আবে- হায়াত খান, ৯ জন যুগ্ম আহবায়ক এবং ৩২ জন সদস্য।
পৌর বিএনপি: আহবায়ক মো. আখতারুজ্জামান তুহিন ও সদস্য সচিব আবুল কাল আজাদ প্রিন্টু, ৯ জন যুগ্ম আহবায়ক ও ৩২ জন সদস্য।
৭। সখিপুর উপজেলা বিএনপি: আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজু ও সদ্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাছেদ মাস্টার, ৫ জন যুগ্ম আহবায়ক এবং ৩৯ জন সদস্য।
পৌর বিএনপি: আহবায়ক নাছির উদ্দিন (কমিশনার) ও সদস্য সচিব মীর আবুল হাসেম, ১১ জন যুগ্ম আহবায়ক এবং ২৮ জন সদস্য।
৮। দেলদুয়ার উপজেলা বিএনপি: আহবায়ক আব্দুল আজিজ খান (চান খাঁ) ও সদস্য সচিব এস.এম ফেরদৌস আহমেদ, ৯ জন যুগ্ম আহবায়ক এবং ৩৫ জন সদস্য।
প্রসঙ্গত, গত ৫ ডিসেম্বর টাঙ্গাইল প্রেসক্লাব অডিটোরিয়ামে আয়োজিত এক সভায় জেলার সকল উপজেলা ও পৌর সভার কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়। ওই সভাতে নতুন আহবায়ক কমিটি গঠনের নির্দেশ দেয় জেলা আহবায়ক কমিটি।
Dhaka, Bangladesh শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:30 PM |
Isha | 6:50 PM |