আজ শুক্রবার | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১০ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ১০:৫৩
মোহাম্মদ শরীফুল ইসলাম:- অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে টাঙ্গাইলের ধনবাড়ীতে ২ নারীসহ ৩ পুরুষকে আটক করেছে ধনবাড়ী পুলিশ।
শুক্রবার (২১ মে) রাতে ধনবাড়ী পৌর শহরের পুরাতন থানা ভবনের পাশে আবস্থিত আবুল হোসেন ড্রাইভারের বাসা থেকে তাদের আটক করা হয়
পুলিশ জানায়, অসামাজিক কার্যকলাপ করার সময় এলাকাবাসী ওই বাসায় তাদের অশালীন অবস্থায় আটক করে পুলিশে খবর দেয়। পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল গিয়ে তাদের উদ্ধার করে রাতে থানায় নিয়ে আসে। শনিবার (২২ মে) দুপুরে তাদের টাঙ্গাইল জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আটকৃকরা হলো, মুধুপুর উপজেলার পিরুজপুর গ্রামের সুমন মিয়ার স্ত্রী মিনা আক্তার (৩০), ঘাটাইল উপজেলার লাহেরীবাড়ী গ্রামের আবুল কালাম আজাদের মেয়ে লাকী মণি (১৮), ধনবাড়ী উপজেলা ঝোপনা শশ্চিমপাড়া গ্রামের ফরহাদ আলীর ছেলে শান্ত আহমেদ (২১), মুশুদ্দি মধ্যপাড়া গ্রামের হায়দার আলীর ছেলে নাইমুল রহমান সোহেল (২৮) এবং মায়মনসিংহের গফুরগাঁও এর প্রসাদপুর গ্রামের আকতদার হোসেনের ছেলে রেজাউল করিম (৪০)।
এদিকে এলাকাবাসী জানায়, ধনবাড়ী পৌর শহরের পুরাতন থানা ভবনের পাশে আবুল হোসেন ড্রাইভারের বাসা মিনা আক্তার দীর্ঘদিন যাবত ভাড়া নিয়ে তিনি বিভিন্ন এলাকা থেকে যৌনকর্মী এনে অশালীন কার্যকলাপ চালিয়ে আসছিলো। এনিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
এ ব্যাপারে ধনবাড়ী থানার ওসি মো. চান মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আটককৃতদের টাঙ্গাইল আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
Dhaka, Bangladesh শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |