আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৯:০৪
টাঙ্গাইল প্রতিনিধি:- টাঙ্গাইল জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে আরও নয় জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট ১২১ জনের মৃত্যু হলো। শনিবার (৩ জুলাই) দুপুরে জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) শফিকুল ইসলাম সজিব এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ২৪ ঘণ্টায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনায় তিন জনের মৃত্যু হয়। এছাড়া করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ছয় জন। এর আগে গতকাল শুক্রবার করোনা ও এ ভাইরাসের উপসর্গ নিয়ে সাত জনের মৃত্যু হয়।
শফিকুল ইসলাম বলেন, হাসপাতালে রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে। বর্তমানে হাসপাতালে ১০৫ জন ভর্তি রয়েছেন। এর মধ্যে আইসিইউ ওয়ার্ডে পাঁচ জন, করোনা ইউনিটে ৩৮ জন ও আইসোলেশনে ৬২ জন চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় ২৩৭ জনের নমুনা পরীক্ষা করে ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে আট হাজার ২০৯ জনে। আর এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১২১ জনের।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |