আজ রবিবার | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১২ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ১:৫২
টাঙ্গাইল প্রতিনিধি;- টাঙ্গাইলে নতুন করে ১৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জুলাই মাসে এ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৯২৪ জন। জুলাই মাসে শনাক্ত হয়েছে মোট আক্রান্তের ৪৩ দশমিক ৪১ শতাংশ।
এ ছাড়াও ২৪ ঘণ্টায় জেলায় মারা গেছেন একজন। এ নিয়ে জুলাই মাসের ৩০ দিনে মারা গেছেন ১০২ জন। অর্থাৎ জেলার মোট মৃত্যুর ৪৮ দশমিক ৫৭ শতাংশর মৃত্যুই এই মাসে।শুক্রবার (৩০ জুলাই) সকালে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলা স্বাস্থ্যবিভাগ সূত্র জানায়, জেলায় প্রথম করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয় গত বছর ৮ এপ্রিল। এর পর গত ৩০ জুন পর্যন্ত জেলায় আক্রান্তের সংখ্যা ছিলো সাত হাজার ৭০৭ জন। চলতি জুলাই মাসের ৩০ দিনেই আক্রান্ত ৫ হাজার ৯১৪ জন। বৃহস্পতিবার (২৯ জুলাই) সকাল ৬ টা থেকে শুক্রবার (৩০ জুলাই) গত ২৪ ঘণ্টায় ৫৫৬ জনের নমুনা পরীক্ষা করে ১৫২ জনের করোনা করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ২৭ দশমিক ৩৩ শতাংশ। জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ৬২১ জন।
জেলায় প্রথম করোনায় মৃত্যু হয় গত বছর ২০ এপ্রিল। এর পর গত ৩০ জুন পর্যন্ত মোট মৃতের সংখ্যা ছিলো ১০৮ জন। চলতি জুলাই মাসের ৩০ দিনে ১০২ জন মৃত্যুবরণ করেছে। এ নিয়ে জেলা মোট মৃত্যু ২১০ জন।টাঙ্গাইলের সিভিল সার্জন আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান জানান, জুলাই মাসে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে। করোনার ডেল্টা ভেরিয়েন্ট খুব দ্রুত ছড়ায়। তাই করোনা সংক্রমণ প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে এবং মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
Dhaka, Bangladesh শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:30 PM |
Isha | 6:50 PM |