- প্রচ্ছদ
-
- ঢাকা
- টাঙ্গাইলে দেনার দায়ে প্রতারক শেলী জেলহাজতে,মিষ্টি বিতরণ
টাঙ্গাইলে দেনার দায়ে প্রতারক শেলী জেলহাজতে,মিষ্টি বিতরণ
প্রকাশ: ৭ এপ্রিল, ২০২২ ৯:০৭ পূর্বাহ্ণ
টাঙ্গাইল প্রতিনিধি:-টাঙ্গাইলের সখিপুরে মিনহাজের স্ত্রী মোছাঃ নাদিয়া জাহান শেলী (৪০) লাখ লাখ টাকা দেনার দায়ে বর্তমানে জেলহাজতে রয়েছেন। জানা গেছে, জমি ক্রয় করার জন্য শেলী বিভিন্ন সময় লাকি বেগম, সেলিম ড্রাইভার, সোমেশ, আলম,সাবিনা, সেলিনা, কৃষ্ণ কর্মকার ,রিতা, বাবুল আনু,আলম মাঝি,
মুরগির দোকানদার, তাছমুনের মা, আকলিমা ,শরিফ, মজনুর নিকট থেকে প্রায় ৫০ লাখ টাকা হাওলাত নেয়। দুই মাসের মধ্যে দেয়ার কথা থাকলেও টাকা না দেওয়ায় কোর্টে মামলা দায়ের করেন পাওনাদার লাকি বেগম। মামলাটি ডিবি তদন্ত করে বিজ্ঞ আদালতে প্রতিবেদন জমা দিয়েছেন। বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত সখিপুর মোকাদ্দমা নং ৩১২/২০২১,ধারা ,৪০৬/৪২০/৩৪(২) পেনাল কোড। স্মারক নং ৩১১,তারিখ ১৩/০৯/২০২১। এ মামলায় গত সোমবার(৪ এপ্রিল) টাঙ্গাইল কোর্টে শেলী হাজিরা দিতে গেলে বিজ্ঞ বিচারক তাকে জেলহাজতে প্রেরণ করেন। এতে খুশি হয়ে পাওনাদাররা মিষ্টি বিতরণ করেন।মামলার বাদী লাকী বেগম বলেন, জমি ক্রয় করার জন্য আমার নিকট থেকে দুই মাসের জন্য শেলী ১২ লাখ টাকা হাওলাত নেয় পরবর্তীতে দেই দিচ্ছি বলে আর দেয়নি ।এ বিষয়ে সালিশী বৈঠকও হয়েছে। পরে কোর্টে মামলা দায়ের করলে মামলাটি টাঙ্গাইল ডিবি পুলিশ তদন্ত করে তদন্ত প্রতিবেদন বিজ্ঞ আদালতে জমা দিয়েছে।
Please follow and like us:
20 20