আজ রবিবার | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১২ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ৪:৪৬
টাঙ্গাইল প্রতিনিধি:-টাঙ্গাইলের বাসাইলে দেশীয় অস্ত্র ও হেরোইনসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার (২০ আগস্ট) দিনগত রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।মো.. তোফাজ্জল শিকদার (৫৬) বাসাইল উপজেলার আইসড়া গ্রামের হরমুজ আলী শিকদারের ছেলে। তার কাছ থেকে তিনটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
অন্যদিকে একই গ্রামের মৃত নয়া মিয়ার ছেলে মো. ময়নাল হোসেন ওরফে মেম্বার (২৮) কে ৬ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়েছে।
র্যাব-১২, সিপিসি-৩ টাঙ্গাইলের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি মো. এরশাদুর রহমান সংবাদ বিজ্ঞপ্তি মাধ্যমে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে বাসাইল উপজেলার আইসড়া বাজারের পাকা রাস্তায় অভিযান চালায় র্যাব। এ সময় একটি চাপাতি, একটি চাইনিজ কুড়াল ও একটি ছুরিসহ তোফাজ্জল শিকদারকে গ্রেফতার করা হয়।শনিবার সকাল ৭টার দিকে আইসড়া গ্রামে আরেকটি অভিযানে ৬ গ্রাম হেরোইনসহ ওই গ্রামের মৃত নয়া মিয়ার ছেলে মো. ময়নাল হোসেন ওরফে মেম্বারকে (২৮) গ্রেফতার করা হয়। পরে পৃথক মামলা দিয়ে তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।
Dhaka, Bangladesh শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:30 PM |
Isha | 6:50 PM |