আজ শুক্রবার | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১০ই রজব, ১৪৪৬ হিজরি | দুপুর ১:৪৩
টাঙ্গাইল প্রতিনিধি:- টাঙ্গাইল সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-ছেলে নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ নভেম্বর) ভোর ৪টায় ঘারিন্দা ইউনিয়নের গোসাইজোয়াইর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদ নিশ্চিত করেছেন।
নিহতরা হচ্ছেন, ওই গ্রামের মৃত মাইন উদ্দিনের ছেলে মো. আইনউদ্দিন (৬৫) ও তার ছেলে আনোয়ার হোসেন (৩৩)। আইনউদ্দিন কৃষিকাজ করতেন ও আনোয়ার ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন।
তোফায়েল আহমেদ জানান, আনোয়ার হোসেন গতকাল নতুন একটি ব্যাটারিচালিত অটোরিকশা কিনেন। রাতে তার বাড়িতেই চার্জ দিয়ে রাখেন। ভোর ৪টায় চার্জার খুলতে গেলে আনোয়ার হোসেন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। তিনি চিৎকার করলে তার বাবা আইন উদ্দিন গিয়ে তাকে স্পর্শ করলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। দুজনের চিৎকারে আনোয়ার হোসেনের মা গিয়ে বিদ্যুতের মেইন লাইন বন্ধ করে দেন।
পরে তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। কয়েক মাস আগেও ওই লিকেজ তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছিল। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বাদ জোহর তাদের জানাজা শেষে দাফন করা হবে।
Dhaka, Bangladesh শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |