আজ শনিবার | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১১ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ৯:৪৭
টাঙ্গাইল প্রতিনিধি:-যেকোন পরিবেশগত সমস্যা বিশেষ করে শব্দদূষণ নিয়ন্ত্রণে ইতিবাচক মানসিকতা ও নৈতিক আচরণ অনেক গুরুত্বপূর্ণ। মানুষের নৈতিক শিক্ষা প্রসারে পেশাজীবীরা উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারেন। শব্দদূষণ নিয়ন্ত্রণে পেশাজীবীদের ভূমিকা বিষয়ে সোমবার (২৮মার্চ)জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ, টাঙ্গাইল-এ পরিবেশ অধিদপ্তর কর্তৃক আয়োজিত প্রশিক্ষণের উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন টাঙ্গাইল জেলা প্রশাসক ড. মোঃ আতাউল গনি। তিনি বলেন, ঐতিহাসিক ও ভৌগলিক কারণে আমরা জাতি হিসেবে দরিদ্র ও পিছিয়ে পড়া জাতি ছিলাম। সে কারণে আমরা পরিবেশ দূষণের মতো নিরবঘাতক সম্পর্কে সচেতন ছিলাম না। কিন্তু এখন আমরা দরিদ্রের ঘূর্ণীচক্র থেকে কিছুটা মুক্ত হয়েছি, তাই পরিবেশ দূষণ তথাপি শব্দ দূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষে প্রশিক্ষণ/কর্মশালা কর াহচ্ছে। সৃষ্টির ক্ষতি হয় এমনকাজ যেহেতু কোনো ধর্মই সমর্থণ করে না সেহেত ুশব্দদূষণের মতো ক্ষতিকর বিষয়ে ধর্মীয় আদর্শের ভিত্তিতে মানুষের মধ্যে সচেতনতাবৃদ্ধিতে এগিয়ে আসার আহবান জানান।
প্রশিক্ষণ কর্মশালায় বিশেষঅতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সিভিল সার্জন ডা. এ, এফ, এম, সাহাবুদ্দিন খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমিনুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন, পুলিশসুপার, টাঙ্গাইল-এর প্রতিনিধি;জেলাপ্রশাসন, টাঙ্গাইল-এর সহকারী কমিশনারবৃন্দ; জেলার বিভিন্নসরকারি দপ্তরের অফিস প্রধানগণ; টাঙ্গাইল প্রেসক্লাব সভাপতি, স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ, গাড়িচালক, বিভিন্ন পেশাজীবীর শ্রমিকবৃন্দ,শিল্প-কলকারখানার মালিকগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ। প্রশিক্ষণ কর্মসূচির সভাপতিত্ব করেন,পরিবেশঅধিদপ্তর, টাঙ্গাইল জেলা কার্যালয়ের উপ-পরিচালক জমিরউদ্দিন।
কর্মসূচিরপ্রথমে স্বাগত বক্তব্যে পরিবেশঅধিদপ্তর, টাঙ্গাইল জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো.জমিরউদ্দিন প্রকল্পের সার্বিক বিয়য় তুলে ধরে দেশের যেকোন সংকটে পেশাজীবীদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিক্ষারপ্রসার, জঙ্গীবাদ ও মাদকের মতো াক্ষতিকর বিষয় নিয়ন্ত্রণের যে ভূমিকা রয়েছে তেমনি শব্দ দূষণনিয়ন্ত্রণেও আন্তরিকতার সহিত এগিয়ে আসবেন এই প্রত্যাশা ব্যক্ত করেন।
বিশেষ অতিথির বক্তব্যে টাঙ্গাইল জেলার সিভিল সার্জন ডা. এ, এফ, এম, সাহাবুদ্দিন খান সময় উপযোগী একটি প্রকল্প গ্রহণের জন্য পরিবেশ অধিদপ্তরকে ধন্যবাদ জানিয়ে বলেন, কিছু বিষয় আছে যেমন শব্দদূষণ যা কেবল আইন দিয়ে নিয়ন্ত্রণকরা সম্ভব নয়, প্রয়োজনসচেতনতা ও মূল্যবোধের বিকাশ। বিশেষ অতিথির বক্তব্যে জেলাপ্রশাসন, টাঙ্গাইল-এর অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক) আমিনুল ইসলাম শব্দদূষণ নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের আন্তরিক উদ্যোগের কথা ব্যক্ত করেন। সভাপতি ঘোষিত নীরব এলাকা বাস্তবায়নে বেশি প্রচারনা করা হবেএবং উপস্থিত সকলের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করে কর্মশালার সমাপ্তি ঘোষণা করেন।
Dhaka, Bangladesh শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:30 PM |
Isha | 6:50 PM |