টাঙ্গাইল প্রতিনিধি:- টাঙ্গাইলের বাণিজ্যিক এলাকা করটিয়া বাজার বাসস্ট্যান্ডে বৃহস্পতিবার(৯ সেপ্টেম্বর) সকালে অভিযান চালিয়ে ১০৫ গ্রাম হোরোইন সহ মো. আশরাফুল ইসলাম নামে এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে র্যাব-১২।
গ্রেপ্তারকৃত মো. আশরাফুল ইসলাম(৫৮) রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার মাটিকাটা গ্রামের মৃত রইছ উদ্দিনের ছেলে।র্যাব-১২ প্রেসবিজ্ঞপ্তিতে জানায়, গোপনে খবর পেয়ে সিপিসি-৩ টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লঅহ আল মামুনের(জি) বিএন নেতৃত্বে এক দল র্যাব ওই স্থানে অভিযান চালায়।
অভিযানে ১০৫ গ্রাম হেরোইন(যার মূল্য প্রায় দেড় লাখ টাকা) সহ আশরাফুলকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি সিম সহ মোবাইল ফোন ও নগদ এক হাজার ৮০০ টাকাও জব্দ করা হয়।
র্যাব-১২ আরও জানায়, এ বিষয়ে টাঙ্গাইল সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর ৮(গ) ধারায় একটি মামলা দায়ের করে গ্রেপ্তারকৃত মো. আশরাফুল ইসলামকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:22 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:05 PM |
Asr | 3:07 PM |
Magrib | 5:27 PM |
Isha | 6:47 PM |