- প্রচ্ছদ
- অপরাধ
- টাঙ্গাইল দেলদুয়ারে জমি রেজিস্ট্রিতে বিড়ম্বনা,গুনতে হচ্ছে অতিরিক্ত ফি
টাঙ্গাইল দেলদুয়ারে জমি রেজিস্ট্রিতে বিড়ম্বনা,গুনতে হচ্ছে অতিরিক্ত ফি
প্রকাশ: ১ অক্টোবর, ২০২০ ১২:৫২ অপরাহ্ণ
টাঙ্গাইল জেলা প্রতিনিধি:-টাঙ্গাইলের দেলদুয়ার সাব-রেজিস্ট্রি অফিসের মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্তৃক জমির মূল্য ভূল নির্ধারন করায় জমি ক্রেতা-বিক্রেতারা জমি রেজিস্ট্রিতে চরম বিড়ম্বনায় পড়েছেন। দেলদুয়ার উপজেলার সরাতল মৌজার নাটিয়াপাড়া,ইসলামপুর গ্রামের কান্দা জমির প্রতি শতাংশের মূল্য ৩০হাজার টাকা। অথচ জমি রেজিস্ট্রি করতে প্রতি শতাংশে গুনতে হচ্ছে ১৮হাজার টাকা। ফলে জমি ক্রয়-বিক্রয়ে ক্রেতা-বিক্রেতাদের চরম বিড়ম্বনায় পড়তে হচ্ছে। গড় মূল্য নির্ধারনে উচিত মূল্যের চেয়ে দশগুন বেশি ধরায় ভুক্তভোগিরা চরম ভোগান্তিতে পড়েছে। দেলদুয়ার উপজেলা সাব রেজিস্ট্রি অফিস সূত্রে জানা যায়,ওই এলাকার জমি কম মূল্যে বিক্রয় করা হলেও সরকারি মূল্য ধরে জমি রেজিস্ট্রি করায় জমি রেজিস্ট্রি খরচ বেড়ে গেছে। মাঠ পযার্য়ের কর্মকর্তা/কর্মচারীগন অসৎ উদ্দেশ্যে জমির গড় মূল্য নিধার্রন করার সময় বাজার দামের চেয়ে দশগুন বেশি দাম দেখিয়েছে। ফলে জমি ক্রেতা-বিক্রেতারা জমি কম মূল্যে ক্রয় করার পরও জমি রেজিস্ট্রি করার সময় জমির বেশি মূল্য দেখিয়ে রেজিস্ট্রি খরচ বেশি দিতে বাধ্য হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগিরা।
Please follow and like us:
20 20