আজ শনিবার | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১১ই রজব, ১৪৪৬ হিজরি | দুপুর ২:৫৭
টাঙ্গাইল প্রতিনিধি:-টাঙ্গাইলের মির্জাপুরে পানির প্রবল স্রোতের তোড়ে একটি ব্রিজ ভেঙে সড়কপথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বৃহস্পতিবার (২৩ জুন) উপজেলার কড়াইল-আদাবাড়ি সড়কের আদাবাড়ি গ্রামের ব্রিজটি ভেঙে যায়। এ কারণে প্রায় ১৫ গ্রামের মানুষের চমর দুর্ভোগ পোহাতে হচ্ছে।
জানা গেছে, প্রায় ৩০ বছর আগে উপজেলার কড়াইল-আদাবাড়ি সড়কের আদাবাড়ি এলাকায় প্রায় ২৫ ফুট দৈর্ঘ্যের ব্রিজটি নির্মাণ করা হয়। সড়কটি দিয়ে উপজেলার মহেড়া ইউনিয়নের হিলড়া, গোড়াকী, আদাবাড়ি, কড়াইল, বানিয়ারা, ডোকলাহাটি গ্রামের লোকজন ছাড়াও উপজেলার ফতেপুর ইউনিয়নের থলপাড়া, বৈল্যানপুর, ফতেপুর ও তরফপুর ইউনিয়নের কয়েকটি গ্রামের লোকজন নিয়মিত যাতায়াত করছিলেন। গত বছর বর্ষায় পানির স্রোতে ব্রিজের নিচ থেকে মাটি সরে গিয়ে কিছু অংশ ধসে পড়ে। এরপর সংশ্লিষ্টরা ব্রিজটি দিয়ে যাতায়াতে সতর্কতামূলক সাইনবোর্ড সাঁটিয়ে দেন। তারপরও লোকজন ব্রিজটি দিয়েই যাতায়াত করে আসছিল। কিন্তু কর্তৃপক্ষ ব্রিজটি মেরামতের কোনও উদ্যোগ নেয়নি। পরে বৃহস্পতিবার পানির প্রবল স্রোতে ব্রিজটি পুরোপুরি পড়ে যায়। বর্তমানে লোকজন নৌকায় করে পারাপার হচ্ছেন।মহেড়া ইউনিয়নের চেয়ারম্যান বিভাস সরকার নুপুর বলেন, ‘এটি একটি গুরুত্বপূর্ণ ব্রিজ। ভেঙে পড়ায় প্রায় ১৫ গ্রামের মানুষের সড়কপথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে মানুষের যাতায়াতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’উপজেলা এলজিইডি কার্যালয়ের প্রকৌশলী আরিফুর রহমান বলেন, ‘গত বছরের বন্যার পানির স্রোতে ব্রিজটির কিছু অংশ ধসে পড়ে। এবার ব্রিজটি সম্পূর্ণ পড়ে গেছে। মানুষের যাতায়াতের জন্য প্রাথমিক পর্যায়ে সেখানে বাঁশের সাঁকো তৈরি করা হবে।’
Dhaka, Bangladesh শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:30 PM |
Isha | 6:50 PM |