আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | ভোর ৫:৩৬
বিডি দিনকাল ডেস্ক:- টানা তিন দিন ধরে দেশে করোনায় মৃত্যু শূন্য থাকার পর গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ১১৪ জনে। নতুন করে শনাক্ত হয়েছেন ১০৮ জন। আগের দিন এই সংখ্যা ছিল ২৩৩ জন। ২৪ ঘণ্টায় আট বিভাগের মধ্যে তিন বিভাগে শনাক্ত শূন্য। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৯ লাখ ৫০ হাজার ৪৬৫ জন। দৈনিক শনাক্তের হার ১ দশমিক ১৬ শতাংশ। যা আগের দিন এই সংখ্যা ছিল ১ দশমিক ৬৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ১৪৫৯ জন এবং এখন পর্যন্ত ১৮ লাখ ৬৮ হাজার ৬২০ জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও জানানো হয়, দেশে ৮৭৮টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৩২২টি নমুনা সংগ্রহ এবং ৯ হাজার ২৭৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
এখন পর্যন্ত ১ কোটি ৩৭ লাখ ১ হাজার ৭০২টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
নমুনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ১৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৫ দশমিক ৮০ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।
২৪ ঘণ্টা মারা ২ জনের মধ্যে একজন পুরুষ এবং নারী একজন।
দেশে মোট পুরুষ মারা গেছেন ১৮ হাজার ৫৮৯ জন এবং নারী ১০ হাজার ৫২৫ জন।
২৪ ঘণ্টায় মারা যাওয়াদের তথ্য বিশ্লেষণে দেখা যায়,শূন্য থেকে ১০ বছরের মধ্যে একজন এবং ১০০ বছরের ওপরে একজন রয়েছেন।
নতুন শনাক্তের মধ্যে ঢাকা মহানগরের রয়েছেন ৭ জন। যা একদিনে মোট শনাক্তের ৬ দশমিক ৪৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে রয়েছেন ৭৬ জন, ময়মনসিংহ বিভাগে ৪ জন, চট্টগ্রাম বিভাগে ২৬ জন, রাজশাহী বিভাগে ১ জন, রংপুর বিভাগে শূন্য , খুলনা বিভাগে শূন্য, বরিশাল বিভাগে ১ জন এবং সিলেট বিভাগে শূন্য রোগী শনাক্ত হয়েছেন।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |