আজ শনিবার | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১৮ই রজব, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৬:৩৯
এবারও শুধুমাত্র সৌদি আরবের নাগরিক ও দেশটিতে বসবাসরতদের জন্য হজের অনুমোদন দিয়েছে দেশটির সরকার। ফলে টানা দুই বছরের জন্য হজের সুযোগ হারালেন অন্য দেশের নাগরিকরা। কোভিড-১৯ মহামারির কারণে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে সৌদির স্বাস্থ্য ও হজ মন্ত্রণালয়। এ খবর দিয়েছে আরব নিউজ।
খবরে বলা হয়েছে, এ বছর মোট ৬০ হাজার জনকে হজের অনুমতি দেবে সৌদি আরব। অনুমতি পেতে হলে তাদেরকে অবশ্যই সৌদি নাগরিক ও দেশটির বাসিন্দা হতে হবে। একইসঙ্গে তাদের বয়স হতে হবে ১৮ থেকে ৬৫ বছরের মধ্যে। শনিবার দেয়া ঘোষণায় জানানো হয়েছে, হজের অনুমতি পেতে হলে অবশ্যই কোভিড ভ্যাকসিন গ্রহণ করতে হবে। কাবাঘর ও মসজিদে নববীতে অতিথী ও দর্শনার্থীদের আগমনকে নিরাপদ করতেই এমন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সৌদি মন্ত্রণালয় থেকে আরো জানানো হয়েছে, সৌদি আরব মানুষের স্বাস্থ্য ও নিরাপত্তাকে সবথেকে বেশি গুরুত্ব দেয়।
Dhaka, Bangladesh শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:24 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:09 PM |
Asr | 3:14 PM |
Magrib | 5:35 PM |
Isha | 6:54 PM |