আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১০:৫৫
মোঃ নাসির, নিউ জার্সি (আমেরিকা) প্রতিনিধিঃক্যানসার কোষ ধ্বংস করতে সক্ষম এমন একটি ওষুধের সফল পরীক্ষা চালিয়েছেন বিজ্ঞানীরা। ‘ট্রোজান হর্স’ নামক ওই ওষুধ আশেপাশের সুস্থ্য কোষের কোনো ক্ষতি না করেই ক্যানসার কোষ ধ্বংস করতে সক্ষম হয়েছে বলে দাবি বিজ্ঞানীদের।
স্কটল্যান্ডের দ্য ইউনিভার্সিটি অব এডিনবার্গের একদল বিজ্ঞানী ওষুধটি আবিষ্কার করেছেন। সম্প্রতি তারা জেব্রাফিশ ও মানব কোষে এ পরীক্ষা চালান। তবে এ ওষুধ ক্যানসার চিকিৎসার জন্য পুরোপুরি নিরাপদ কি না তা নিশ্চিত হতে অধিকতর গবেষণার প্রয়োজন বলেও জানান বিজ্ঞানীরা।
বিজ্ঞানীরা মূলত ক্যানসার হন্তারক ক্ষুদ্র অণু SeNBD -কে একটি রাসায়নিক যৌগের সঙ্গে মিশিয়ে মারাত্মক কোষগুলোর উদ্দেশ্যে প্রয়োগ করেন। এতে দেখা যায়, ক্যানসার কোষগুলো ওই যৌগটি গ্রহণ করছে। ইউনিভার্সিটি অব এডিনবার্গের বিজ্ঞানীরা বলেন, ক্যানসার কোষগুলো মূলত লোভী। এরা শক্তি বাড়াতে সাধারণ সুস্থ্য কোষের চেয়ে বেশি খাবার গ্রহণ করে থাকে। একটি রাসায়নিক খাবারের সঙ্গে ক্যানসার হন্তারক অণু মিশিয়ে প্রয়োগ করায় ক্যানসার কোষগুলো ওই খাবারের প্রতিক্রিয়ার ব্যাপারে সচেতন না হয়েই তা গ্রহণ করেছে। অর্থাৎ ট্রোজান হর্স নামক ওষুধটি ক্যানসার কোষের প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়েই এর ভেতর প্রবেশ করতে সক্ষম।
>
> এডিনবার্গ ইউনিভার্সিটির বিজ্ঞানীর এ ওষুধটির কাজ করার ধরন বিবেচনা করে ট্রোজান হর্স বলে নামকরণ করেছেন। এ ওষুধের প্রভাবকে বিপাকীয় যুদ্ধের সঙ্গেও তুলনা করেছেন তারা। বিজ্ঞানীদের এ গবেষণার উপর প্রবন্ধ ন্যাচার কমিউনিকেশনস নামক পি-আর রিভিউড জার্নালে প্রকাশিত হয়েছে। বিজ্ঞানীরা জানান, SeNBD হলো একটি ফটোসেনসিটাইজার, এটি দৃশ্যমান আলোর দ্বারা সক্রিয় হয়ে থাকে। অর্থাৎ, প্রয়োগের পর আলোর সংস্পর্শে আসলেই কেবল এটি ক্যানসার কোষ ধ্বংসের জন্য সক্রিয় হয়। ফলে ক্যানসার চিকিৎসায় একজন সার্জন সিদ্ধান্ত নিতে পারেন যে, তিনি ঠিক কখন ও কোনো কোষগুলো ধ্বংস করতে চান। এতে ক্যানসার কোষের আশেপাশের সুস্থ্য কোষগুলো রক্ষা করা সম্ভব হয়। ট্রোজান হর্স প্রয়োগ করে ক্যানসার চিকিৎসায় অন্যান্য পার্শ্বপ্রতিক্রিয়া যেমন চুল পড়ে যাওয়ায় এড়ানো যাবে বলে দাবি করেন এডিনবার্গ ইউনিভার্সিটির বিজ্ঞানীরা।
>
> প্রধান গবেষক অধ্যাপক মার্ক ভ্যান্ড্রেল বলেন, এই গবেষণাটি ক্যানসার চিকিৎসায় একটু গুরুত্বপূর্ণ অগ্রগতি। এই ওষুধটি খুবই হালকা আলো দিয়ে সক্রিয় করা যায় এবং তা নিরাপদ।
তিনি বলেন, SeNBD এ পর্যন্ত আবিষ্কৃত ক্ষুদ্রতম ফটোসেনসিটাইজারগুলোর মধ্যে অন্যতম। এটিকে রাসায়নিক যৌগে মিশিয়ে ট্রোজান হর্স হিসেবে ব্যবহার করা হয়েছে।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |