আজ বৃহস্পতিবার | ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৯ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ৪:০৬
শরীয়তপুর প্রতিনিধি:-শরীয়তপুরের ডামুড্যা উপজেলা সদরে সৌদি প্রবাসী পারভেজ ফকিরের ভাড়া বাসায় চুরির ঘটনা ঘটেছে। এব্যাপারে পারভেজ ফকিরের স্ত্রী মোসা: লাকি বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে ডামুড্যা থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
মামলার বাদী ও পারভেজ ফকিরের স্ত্রী মোসা: লাকি বলেন, আমার স্বামী পারভেজ ফকির সৌদি প্রবাসী। আমি ডামুড্যা উপজেলা সদরের আজহার আলী’র মালিকানাধীন মাকসুদা ভিলার ৩য় তলায় ভাড়া থাকি। সম্প্রতি আমার স্বামী দেশে আসার পর কয়দিন আগে আমার অসুস্থ্য শ্বশুর হাতেম আলী ফকির’কে দেখতে ইসলামপুর এড়িকাঠি’র বাড়ীতে যাই। পরে গত শুক্রবার দিবাগত রাত ৯ টার পর থেকে শনিবার সকাল সাড়ে ১০ টার মধ্যে যে কোন সময় কে বা কারা আমার ভাড়া বাসার দরজার হ্যাজবল ও তালা ভেঙ্গে ঘরে ঢুকে আলমারীর তালা ভেঙ্গে ৩৪ ভরি স্বর্ণ ও ১টি ভায়মন্ডের নাক ফুল নিয়ে যায়। আমার বোনের ছেলে আলিফ (১৩) আমার বাসায় পাখি’কে খাবার খাওয়াতে গিয়ে দেখে তালা নেই ও হ্যাজবল ভাঙ্গা এবং ঘর এলো-মেলো। পরে আলিফ একই তলায় পাশের বাসার পিন্টু চেয়ারম্যানের স্ত্রী’কে বারবার নক করলেও দরজা না খুললে; সে (আলিফ) ২য় তলায় বাড়ীর মালিক আজহার আলী’কে জানায়। সে আবার ৪র্থ তলায় ভাড়া থাকা এক পুলিশ’কে অবহিত করে। তার পর সেই পুলিশ আমার স্বামী (পারভেজ ফকির)’কে ঘটনা জানালে আমরা বাসায় গিয়ে দেখি স্বর্ণঅলংকার ও নাক ফুল নিয়ে গেছে কে বা কারা। এরপর আমি বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে ডামুড্যা থানায় একটি অভিযোগ দায়ের করি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমি আমার এই মালামাল উদ্ধারের জন্য পুলিশ প্রসাশন সহ যথাযথ কর্তৃপক্ষের সু-দৃষ্টি ও হস্তক্ষেপ কামনা করছি।
Dhaka, Bangladesh বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:22 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:05 PM |
Asr | 3:07 PM |
Magrib | 5:28 PM |
Isha | 6:48 PM |