আজ শুক্রবার | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১০ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ৯:২০
শরীয়তপুর প্রতিনিধি:- শরীয়তপুরের ডামুড্যা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী হওয়ায় রেজাউল করীম রাজা ছৈয়াল’কে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (৫ ফেব্রুয়ারী) সকালে ডামুড্যা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা ও পৌরসভা আওয়ামীলীগের যৌথ বর্ধিত সভায় তাকে বহিষ্কার করা হয়। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে এ তথ্য নিশ্চিত করে জানান, ডামুড্যা পৌরসভা নির্বাচনে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক রেজাউল করিম রাজা ছৈয়াল স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘জগ প্রতীক’ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাই দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার ও সাধারণ সম্পাদক অনল কুমার দে সাক্ষরিত একপত্রে তাকে বহিস্কারের সুপারিশ কেন্দ্রে পাঠানো হয়।
উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির বাচ্চু ছৈয়ালের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আব্দুর রহমান বাবলু সিকদারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অনল কুমার দে। এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান আকন্দ উজ্জল, আবদুর রাজ্জাক পিন্টু, সদস্য আবুল মুনসুর আজাদ ভিপি শামীম, উপজেলা ভাইস-চেয়ারম্যান আব্দুর রশিদ গোলন্দাজ, পৌরসভা আওয়ামীলীগের সভাপতি আবুল বাশার বেপারী, সাধারন সম্পাদক আসাদুজ্জামান বাচ্চু মাদবর, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান রুবেল মাদবর প্রমূখ।
সভায় অনল কুমার দে বলেন, আপনি (রেজাউল করিম রাজা ছৈয়াল) ডামুড্যা পৌরসভায় আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মাস্টার কামাল উদ্দিন আহমদের নৌকা প্রতীকের বিপক্ষে প্রার্থী হয়েছেন। এতে সংগঠনের শৃঙ্খলা লঙ্ঘিত ও ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। এমতাবস্থায় গঠনতন্ত্রের ধারা মোতাবেক মনোনয়নপত্রে অঙ্গীকার ভঙ্গের কারণে সংগঠনের সিদ্ধান্তক্রমে আপনাকে সংগঠন থেকে বহিষ্কার করা হলো। এছাড়া কেন্দ্রীয় আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বরাবর ডামুড্যা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক রেজাউল করিম রাজা’কে বহিষ্কারের জন্য সুপারিশ করা হয়েছে। জানা যায়, চতুর্থ ধাপে ১৪ ফেব্রুয়ারী ডামুড্যা পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।
Dhaka, Bangladesh শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |