আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | ভোর ৫:৪৫
বিডি দিনকাল ডেস্ক:- দেশের খ্যাতিমান মেডিসিন বিশেষজ্ঞ, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ইউজিসি অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ইমেরিটাস অধ্যাপক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। আজ সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত ৮৫তম সিন্ডিকেট সভায় এ বিষয়ে অনুমোদন দেয়া হয়। সভায় সিন্ডিকেটের সকল সদস্য উপস্থিত ছিলেন।
বিএসএমএমইউতে ইমেরিটাস অধ্যাপক হিসেবে নিয়োগ পাওয়ার পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ মানবজমিনকে বলেন, তিনি মানুষের দোয়া কামনা করেন। যাতে করে মানুষের সেবা করতে পারেন। তিনি আরও বলেন, শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তিনি দেশেটা স্বাধীন না করলে এই ধরনের সম্মান পেতাম না। স্মরণ করি ৪ নেতার আত্মদানকেও।
গভীরভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিও।
সভায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নার্স নিয়োগের চূড়ান্ত ফলাফল ও বিশ্ববিদ্যালয়ে কর্মরত দৈনিক মজুরীভিত্তিক কর্মচারীদের অস্থায়ীভাবে নিয়োগের বিষয়েও অনুমোদন দেয়া হয়।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |