আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৪:১২
নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ডেঙ্গু সতর্কতা ও ডেঙ্গু মশার বংশবিস্তার রোধে দক্ষিণখানের ৪৮ নম্বর ওয়ার্ড এলাকাজুড়ে লিফলেট বিতরণ করেছে দক্ষিণখান থানা বিএনপি’র নেতাকর্মীরা।
আজ বুধবার (১৬ অক্টোবর) দুপুরে উত্তরার দক্ষিণখান বাজার ৪৮ নম্বর ওয়ার্ড এলাকায় ডেঙ্গু প্রতিরোধে এক সচেতনামূলক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লিফলেট বিতরণ করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য ওয়ার্ড কাউন্সিলর আলী আকবর আলী।
দক্ষিণখান থানা বিএনপির অন্যতম যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন জমিদার এর সভাপতিত্বে স্হানীয় বিএনপির নেতৃবৃন্দ লিফলেট বিতরণ পূর্ব অনুষ্ঠানে বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মনিরুজ্জামান মুন্না।
লিফলেট বিতরণকালে স্থানীয় ও ভাড়াটিয়া বাসিন্দাদের ডেঙ্গুর বাহক এডিস মশা প্রতিরোধসহ ডেঙ্গু সম্পর্কে সতর্ক করা হয়। পাশাপাশি এডিস মশা প্রতিরোধে পুরো এলাকায় থাকা খাল ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পরামর্শ দেন বিএনপির নেতাকর্মীরা।
এসময় আরও উপস্থিত ছিলেন দক্ষিণ খান থানা বিএনপির যুগ্ম আহবায়ক শাহজাহান আলী,সাবেক সহ-সাধারণ সম্পাদক মনির হোসেন জমিদার,ওয়ার্ড সভাপতি হযরত আলী,কোষাধ্যক্ষ আব্দুল কুদ্দুস,,দেলোয়ার হোসেন সবুজ সহ স্হানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |