- প্রচ্ছদ
-
- রাজনীতি
- ড. মোশাররফের টিউমার অপসারণে রেডিওথেরাপি
ড. মোশাররফের টিউমার অপসারণে রেডিওথেরাপি
প্রকাশ: ৩ জুলাই, ২০২৩ ২:৫৭ অপরাহ্ণ
বিডি দিনকাল ডেস্কঃ- বিএনপি’র স্থায়ী কমিটি সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের ব্রেইনে টিউমার অপসারণে চলছে রেডিওথেরাপি। সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে চলছে এই বিএনপি নেতার চিকিৎসা। সোমবার (৩জুলাই) গণমাধ্যমকে এসব তথ্য জানান বিএনপি’র মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান।
ড. মোশাররফের স্বাস্থ্যের অবস্থা তুলে ধরেন সিঙ্গাপুর ন্যাশানাল ইউনিভার্সিটি হাসপাতালের নিউরোলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট অধ্যাপক ইউ শেন শাই। তিনি জানান, ড. খন্দকার মোশাররফ হোসেন-এর ব্রেইনের বর্হিভাগে একটি “স্ফেনয়েড উইং মেনেনজিওমা টিউমার আছে”। এটি অপসারণে অস্ত্রোপচার অথবা আপফ্রন্ট রেডিওথেরাপির জন্য প্রস্তাব করা হয়।
তবে ড. মোশাররফের অস্ত্রপচার ও এনেসথেশিয়ায় ঝুঁকি থাকায়, আপফ্রন্ট রেডিওথেরাপির সিদ্ধান্ত নেয়া হয়। এ পদ্ধতি সফল হওয়ায়, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ড. খন্দকার মোশাররফ হোসেন।
এর আগে গত ২৭ জুন রাজধানীর এভার কেয়ার থেকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান তিনি। সিঙ্গাপুরে ড. মোশাররফের সাথে রয়েছেন তার স্ত্রী ও সন্তান। তার ছেলে ডা. মারুফ খন্দকার জানান, চিকিৎসকের পরামর্শে সিঙ্গাপুর থাকতে হবে আরও কিছু দিন।
Please follow and like us:
20 20