আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১১:৩১
ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেরেমি ব্রু’র সঙ্গে বৈঠক করেছে বিএনপি। আজ বৃহস্পতিবার দুপুর সোয়া ২টার দিকে গুলশানস্থ হাইকমিশনে বৈঠকে বসেন বিএনপি প্রতিনিধি দল। বিএনপির একটি দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেন। বৈঠকে বিএনপির প্রতিনিধি দলে আছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
সূত্র জানায়, আজ দুপুর ২টা ১০ মিনিটের দিকে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের কার্যালয়ে প্রবেশ করে বিএনপি প্রতিনিধি দল। এই বৈঠকের বিষয়ে এখন পর্যন্ত কিছুই জানা যায় নাই ।
উল্লেখ্য, চলমান রাজনৈতিক পরিস্থিতিতে গত কিছুদিন ধরেই কূটনৈতিক তৎপরতা চলছে। বিশেষ করে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস প্রতিদিনই কোনো না কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে বৈঠক করছেন। বিএনপি নেতারাও একাধিকবার মার্কিন রাষ্ট্রদূতসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছেন। চলমান রাজনৈতিক পরিস্থিতিতে যে এই বৈঠক তা এক প্রকার নিশ্চিত ।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |