আজ বৃহস্পতিবার | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৯:৪২
টাঙ্গাইল প্রতিনিধি:- ঈদ উপলক্ষে লকডাউন শিথিল করায় নাড়ির টানে বাড়ি ফিরছে সাধারণ মানুষ। এতে সড়কে বেড়েছে যানবাহনের চাপ। অতিরিক্ত যানবাহনের কারণে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে অন্যান্য দিনের মতোই ভোর থেকে জটের সৃষ্টি হয়।
সোমবার (১৯ জুলাই) ভোর থেকে মহাসড়কের রসুলপুর থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত যানবাহন ধীরগতিতে চলছে। আবার কোথাও থেমে থেমে জটের সৃষ্টি হচ্ছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন উত্তরবঙ্গমুখী সাধারণ যাত্রীরা।এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত বলেন, ‘আসন্ন ঈদকে কেন্দ্র করে মহাসড়কে গাড়ির চাপ রয়েছে। তবে কোথাও জট নেই।’টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার বলেন, ‘টাঙ্গাইল অংশে যানজট নিরসনের জন্য ৬০৩ জন পুলিশ মহাসড়কের কাজ করছে। এর বাইরেও প্রায় ২০০ হাইওয়ে পুলিশ কাজ করছে।’
এরআগে, গত কয়েকদিন ধরেই এই সড়কে ভোর থেকে যানজট দেখা দিচ্ছে। শনিবার ১৫ কিলোমিটার এবং রবিবার ২০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট দেখা দেয়। ভোরের এই জট স্বাভাবিক হতে দুপুর গড়িয়ে যায়। ঈদের আগে পরিস্থিতি এভাবেই চলবে বা আরও খারাপ হতে পারে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:18 AM |
Sunrise | 6:39 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:20 PM |
Isha | 6:40 PM |