আজ বুধবার | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | বিকাল ৩:১৫
টাঙ্গাইল প্রতিনিধি:-পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ। এতে শুক্রবার (৬ মে ) দুপুর থেকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ড থেকে হাতিয়া পর্যন্ত ছয় কিলোমিটার সড়কে যানবাহনের ধীরগতি রয়েছে। বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা।
জানা গেছে, পরিবারের সঙ্গে ঈদ উদযাপন শেষে ঢাকায় ফিরতে শুরু করেছে কর্মজীবীরা। সকালের দিকে পরিবহন ও যাত্রীর চাপ না থাকলেও দুপুরে বৈরী আবহাওয়ার মধ্যে তা বেড়েছে। তবে অতিরিক্ত ভাড়ায়ও যানবাহন না পেয়ে দাঁড়িয়ে ঢাকার দিকে যাচ্ছে মানুষজন। এছাড়া খোলা ট্রাক, পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশাযোগেও যাচ্ছে। মহাসড়কে মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ির সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। এতে মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ড থেকে হাতিয়া পর্যন্ত ছয় কিলোমিটার এলাকায় যানবাহনের ধীরগতি রয়েছে। তবে যানজট এড়াতে মহাসড়কে পুলিশ কাজ করছে।
Dhaka, Bangladesh বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:19 PM |
Isha | 6:40 PM |