আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ১০:০৪
বিডি দিনকাল,ডেস্ক :-আজ এক বিবৃতিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি এম এ কাইয়ুম এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ এফ এম আব্দুল আলীম নকী বলেন, বাংলাদেশ নামক স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রটি এখন আওয়ামী নাৎসীবাদের কবলে হাবুডুবু খাচ্ছে। আমরা আওয়ামী ফ্যাসিবাদী শাসন কর্তৃক ইতিহাস বিকৃতির এক চরম নোংরামি দেখতে পাচ্ছি। যারা মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম-কে নিয়ে ইলেকট্রনিক মিডিয়ায় ‘ইনডেমনিটি’ নাটকের মাধ্যমে সভ্য সংস্কৃতি বিবর্জিত নাটক মঞ্চস্থ করতে যাচ্ছে সেটি নিঃসন্দেহে সুপরিকল্পিত। নেতৃদ্বয় এই নাটকের সাথে সংশ্লিষ্টদের প্রতি ঘৃনা, নিন্দা ও প্রতিবাদ জানান। নেতৃদ্বয় অবিলম্বে নাটক বন্ধসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের শাস্তির দাবি জানান। নেতৃদ্বয় বলেন, বাংলাদেশের ইতিহাসে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এর নাম স্বর্ণাক্ষরে লিখা থাকবে, এই নাম বাংলাদেশের জনগণের হৃদয় থেকে মুছে ফেলা কখনোই সম্ভব নয়। ‘ইনডেমটিটি’ নাটকটি বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার শহীদ জিয়াউর রহমানের বিরুদ্ধে পরিকল্পিত গভীর ষড়যন্ত্রেরই অংশ। এই সকল নাটকের মাধ্যমে শহীদ জিয়াউর রহমানকে ছোট কিংবা হেয় প্রতিপন্ন করা যাবে না। মরহুম রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বীর সেনানী, তিনি বাংলাদেশের জনগণের হৃদয়ে চির অক্ষয় হয়ে থাকবেন। কোন অপপ্রচারই শহীদ জিয়ার বিরুদ্ধে জনগণকে বিভ্রান্ত করতে পারেনি আর পারবেও না।
যারা মিথ্যা ইতিহাস রচনা ও ষড়যন্ত্র করে তারা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়। এই নাটকের সাথে যারা জড়িত অবিলম্বে জাতীর কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা না করলে ঢাকা মহানগর উত্তর বিএনপি রাজনৈতিক যেকোন কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হবে।
এই ঘৃন্য ইতিহাস বিকৃতির প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আগামী ০১-১০-২০২০ বৃহস্পতিবার সকাল ১১.০০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি পালন করবে।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |