আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১২:১১
বিডি দিনকাল ডেস্কঃ- আজ ২০ নভেম্বার ২০২২ রবিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিয়া পরিবারের উত্তরসূরি , বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্রনায়ক, তরুণ প্রজন্মের অহংকার তারেক রহমানের ৫৮ তম জন্ম বার্ষিকী।
এ উপলক্ষে ঢাকা মহানগর উত্তর বিএনপির ৭১ টি ওয়ার্ডে একযোগে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
দোয়ায় উত্তর বিএনপির আহবায়ক আমান উল্লাহ আমান ও সদস্য সচিব আমিনুল হক সহ আহবায়ক কমিটির নেতৃবৃন্দ এবং থানা, ওয়ার্ড , ইউনিটের সর্বস্তরের নেতা কর্মীরা অংশগ্রহণ করেন ।
এদিকে ওয়ার্ডে ওয়ার্ডে মিলাদ ও দোয়ায় তারেক রহমানের সুস্থতা এবং দলের চেয়ারপারসন , সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেও বিশেষ দোয়া করা হয়।
অন্যদিকে তারেক রহমানের জন্য ঢাকা মহানগর উত্তরের এই ধরনের আয়োজন বেশ প্রসংসার দাবি রাখে। এসব আয়জনে সর্বস্তরের নেতা কর্মীদের উপস্থিতি ছিল চোখে পরার মতো।
উত্তর বিএনপির আহবায়ক আমান
অন্যদিকে উল্লাহ আমান ও সদস্য সচিব আমিনুল হক জননেতা তারেক রহমানের ৫৮ তম জন্ম দিনের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, যতদিন বিশ্বের মানচিত্রে বাংলাদেশ থাকবে ততদিন জিয়া পরিবার থাকবে। এদেশের মানুষএর হৃদয়ে গেঁথে রয়েছে জিয়া পরিবারের নাম।
নেতৃবৃন্দ আরও বলেছেন , তারেক রহমান আমাদের অহংকার। তারেক রহমানের জন্মদিন উদযাপন করতে পেরে সরবস্তরের নেতা কর্মীরা আনন্দিত। সফলতার সাথে তারেক রহমানের জন্ম দিনে দোয়া মাহফিল করায় সর্বস্তররের নেতা কর্মীদের অভিনন্দন জানিয়েছেন আমান ও আমিনুল।
উল্লেখ্য ১৯৬৫ সালের এইদিনে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্র, ইসলামী মূল্যবোধ ও বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবর্তক, বিএনপির প্রতিষ্ঠাতা, সফল রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম ও তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ঘর আলোকিত করে জন্মগ্রহণ করেন তাঁদের জ্যেষ্ঠপুত্র তারেক রহমান।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |