আজ শুক্রবার | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৯:০৮
বিডি দিনকাল ডেস্ক :- ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তফা জামান-কে আজ উত্তরার নিজ বাসভবন থেকে গোয়েন্দা পুলিশ কর্তৃক গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
আজ এক বিবৃতিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, “৭ জানুয়ারী ডামি ও প্রহসনমূলক নির্বাচনের পর দখলদার আওয়ামী শাসকগোষ্ঠী ক্ষমতা হারানোর ভয়ে এখন বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেফতার করতে বেপরোয়া হয়ে উঠেছে। ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তফা জামান-কে আজ উত্তরার নিজ বাসভবন থেকে গোয়েন্দা পুলিশ কর্তৃক গ্রেফতার ফ্যাসিষ্ট ও কর্তৃত্ববাদী আওয়ামী সরকারের সেই বেপরোয়া আচরণেরই অংশ। আইন শৃঙ্খলা বাহিনী ও জনপ্রশাসনকে কব্জায় নিয়ে ৭ জানুয়ারীর একতরফা নির্বাচনের মাধ্যমে জোর করে ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে আওয়ামী শাসকগোষ্ঠী সবকিছুকেই ধরাকে সরা জ্ঞান করছে। তারা জনগণের ক্ষমতায় বিশ্বাসী নয় বলেই জনগণের আশা-আকাঙ্খাকে পরোয়া করে না। আর এ কারণেই তারা বিরোধী দলের নেতাকর্মী ও জনগণের ওপর নিষ্ঠুর দমন-পীড়ণ চালিয়ে ক্ষমতায় টিকে থাকতে চায়। বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের টার্গেট করে গ্রেফতার এবং মিথ্যা মামলা দিয়ে কারান্তরীণের অমানবিক ও ন্যাক্কারজনক খেলায় মেতে উঠেছে অবৈধ সরকার। তবে কোন কর্তৃত্ববাদী নিপীড়ক সরকারই জনগণের ওপর স্টীমরোলার চালিয়ে বেশীদিন টিকে থাকতে পারেনি। আওয়ামী শাসকগোষ্ঠীও পারবে না।”
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বিবৃতিতে মোস্তফা জামান-এর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও বানোয়াট মামলা প্রত্যাহারসহ অবিলম্বে নি:শর্ত মুক্তির জোর আহবান জানান।STATEMENT OF BNP SR JOINT SEC GENERAL-12-02-24
Dhaka, Bangladesh শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:18 AM |
Sunrise | 6:39 AM |
Zuhr | 12:00 PM |
Asr | 3:00 PM |
Magrib | 5:20 PM |
Isha | 6:41 PM |