আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | ভোর ৫:২৯
বিডি দিনকাল ডেস্ক:-ঢাকা মহানগর দক্ষিণস্থ ওয়ারী থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তাফা সেলিম এর পিতা জয়নাল আবেদীন আজ বিকাল ৩.০০ টায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। জয়নাল আবেদীন এর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন ঢাকা মহনগর দক্ষিণ বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম এবং সদস্য সচিব রফিকুল আলম মজনু।
আজ এক শোকবার্তায় নেতৃদ্বয় বলেন যে, “মরহুম জয়নাল আবেদীন ওয়ারী থানার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পরোপকারী ও ধর্মপ্রাণ মানুষ হিসেবে তিনি নিজ এলাকার মানুষের নিকট অত্যন্ত শ্রদ্ধেয় ছিলেন। মরহুমের এলাকাবাসী, পরিবারবর্গ ও আত্মীয়স্বজনদের মতো আমরা তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত ও ব্যথিত হয়েছি। দোয়া করি-মহান রাব্বুল আলামীন যেন মরহুম জয়নাল আবেদীনকে বেহেস্ত নসীব এবং গভীর শোকে কাতর পরিবারের সদস্যদেরকে এই বিশাল শোক সহ্যের ক্ষমতা দান করেন।” ঢাকা মহনগর দক্ষিণ বিএনপি’র আহবায়ক এবং সদস্য সচিব শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারবর্গ, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |