আজ শনিবার | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১১ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ২:০৫
বিডি দিনকাল ডেস্ক : গতরাতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সদস্য সচিব রফিকুল আলম মজনুকে গোয়েন্দা পুলিশ কর্তৃক গ্রেফতারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।
আজ এক বিবৃতিতে আবদুস সালাম বলেন, “সরকারের পায়ের নীচের মাটি সরে গেছে বলেই উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সদস্য সচিব রফিকুল আলম মজনুকে ডিবি পুলিশ দিয়ে গ্রেফতারের ঘটনা ঘটিয়েছে। দেশব্যাপী বিএনপি নেতাকর্মীদের ওপর নির্যাতনের যে খড়গ চলছে তারই ধারাবাহিকতায় মজনুকে গ্রেফতার করা হয়েছে। সরকার নিজেদের অবৈধ ক্ষমতাকে প্রলম্বিত করার অংশ হিসেবে নানা কায়দায় নেতাকর্মীদেরকে গ্রেফতার ও মিথ্যা মামলা দিয়ে কারান্তরীণের মাধ্যমে চরম হয়রানী করছে। রফিকুল আলম মজনুকে গ্রেফতার অবৈধ সরকারের চলমান ভয়াবহ দুঃশাসনের আরেকটি নগ্ন বহিঃপ্রকাশ।
আমি রফিকুল আলম মজনুকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি, গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির জোর দাবী করছি।”
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সদস্য সচিব রফিকুল আলম মজনুকে গ্রেফতারের প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র উদ্যোগে কর্মসূচি:
আজ ২২ মে ও আগামী ২৪ মে ২০২৩, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র থানা ও ওয়ার্ড পর্যায়ে বিক্ষোভ মিছিল।
আগামী ২৭ মে ২০২৩, শনিবার বেলা ২-৩০ টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র উদ্যোগে প্রতিবাদ সমাবেশ।
আজ বেলা ১২ টায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম এর সভাপতিত্বে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র যুগ্ম আহবায়কবৃন্দ ও সিনিয়র নেতৃবৃন্দের বৈঠকে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
কর্মসূচি যথাযথভাবে পালনের জন্য ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম সকল নেতাকর্মীর প্রতি অনুরোধ জানিয়েছেন।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সদস্য ও দপ্তরের চলতি দায়িত্ব সাইদুর রহমান মিন্টু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় ।
Dhaka, Bangladesh শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |