আজ শুক্রবার | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১০ই রজব, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৭:১৬
বিডি দিনকাল ডেস্ক:- ঘোষিত পদযাত্রা কর্মসূচি সফল করার লক্ষ্যে আজ ১২ জুন ২০২৩, সোমবার বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ও অঙ্গ সংগঠন সমূহের এক যৌথ প্রস্তুতি সভা নয়াপল্টনস্থ মহানগর বিএনপির কার্যালয়ের ভাসানী মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে আবদুস সালাম আগামীকাল অনুষ্ঠিতব্য পদযাত্রা কর্মসূচি সফল করতে সকল নেতাকর্মীর প্রতি আহবান জানিয়ে বলেন, দেশে এখন এক ব্যক্তির ইচ্ছা-অনিচ্ছার শাসন চলছে, মানুষের গণতান্ত্রিক অধিকার মাটিচাপা দেয়া হয়েছে, এ অবস্থা চলতে পারে না, চলতে দেয়া যায় না, কর্তৃত্ববাদী স্বৈরাচারী সরকারের পতন না হওয়া পর্যন্ত জনগণকে সাথে নিয়ে যেকোন মূল্যে আন্দোলন-কর্মসূচি চালিয়ে যেতে হবে। তিনি বলেন, জনগণের বিজয় সুনিশ্চিত।
সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। সভায় অন্যান্যের মধ্যে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক নবী উল্লাহ নবী, যুগ্ম আহবায়ক ইউনুস মৃধা, মোহাম্মদ মোহন, মোশাররফ হোসেন খোকন, আব্দুস সাত্তার, আনম সাইফুল ইসলাম, তানভীর আহমেদ রবিন, লিটন মাহমুদ, হাজী মনির হোসেন, যুবদল ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত আহবায়ক সাঈদ হাসান মিন্টু, সদস্য সচিব খন্দকার এনামুল হক, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি জহির উদ্দিন তুহিন, সাধারণ সম্পাদক সাদ মোহাম্মদ পাপ্পা সিকদার, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের সদস্য সচিব বদরুল আলম সবুজ, ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দলের আহবায়ক রুমা আকতার, সদস্য সচিব নার্গিস আক্তার, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সদস্য সচিব নিয়াজ মাহমুদ নিলয় সহ মহানগর বিএনপির আহবায়ক কমিটির নেতৃবৃন্দ এবং থানা ও ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
Dhaka, Bangladesh শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |