আজ শনিবার | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১১ই রজব, ১৪৪৬ হিজরি | দুপুর ১২:৪৬
গতকাল ১১ ফেব্রুয়ারী রাতে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহবায়ক গোলাম মাওলা শাহীন সহ মহানগর দক্ষিণ আওতাধীন বিভিন্ন থানা বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার করেছে পুলিশ ।গ্রেফতারকৃত থানার নেতাকর্মীরা হলেন ৩৪ নং ওয়ার্ত্ড বিএনপি নেতা মোঃ জহিরুল ইসলাম, মোঃ পিয়াস, ২৬ নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি সৈয়দ জালাল উদ্দীন, কোতয়ালী থানাধীন ৩২ নং ওয়ার্ড বিএনপি নেতা মোহাম্মদ হানিফ, মোহাম্মদ বরকত, মকবুল হোসাইন, মোঃ শাহীন বংশাল থানা বিএনপি নেতা মোঃ হানিফ, মকবুল হোসেন, মোঃ জনি, নিউমার্কেট থানাী ১৮ নং ওয়ার্ডের বিএনপি নেতা মোঃ জাকির হোসেন, মতিঝিল থানা ৯ নং ওয়ার্ড বিএনপির নেতা মোবারক হোসেন, মোঃ মুন্না, মোঃ হালিম, ১০ নং ওয়ার্ড বিএনপির নেতা মোঃ মাইন উদ্দিনকে অন্যায়ভাবে গ্রেফতারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহনগর দক্ষিণ বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম এবং সদস্য সচিব রফিকুল আলম মজনু।
নেতৃবৃন্দ আজ এক বিবৃতিতে বলেন, “বর্তমান আওয়ামী লীগ সরকার স্বাধীন-সার্বভৌম বাংলাদেশকে এখন জুলুমের নগরীতে পরিণত করেছে। বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার সরকারের ধারাবাহিক অপশাসনেরই নিরবচ্ছিন্ন অংশ।
নেতৃদ্বয় বিবৃতিতে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহবায়ক গোলাম মাওলা শাহীনসহ মহানগর দক্ষিণ বিএনপির বিভিন্ন থানার ১৬ জন ওয়ার্ড নেতাকর্মীদের গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তির জোর দাবি করেন।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য ও দপ্তরে দায়িত্ব প্রাপ্ত সাইদুর রহমান মিন্টু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
Dhaka, Bangladesh শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:30 PM |
Isha | 6:50 PM |