আজ শনিবার | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১১ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ১:৫০
বিডি দিনকাল ডেস্ক : গায়েবি মামলায় গ্রেপ্তার, পুলিশি হয়রানি, দ্রব্যমূল্যের ঊধর্বগতি, বিদ্যুতের লোডশেডিং, সরকারের সর্বগ্রাসী দুর্নীতিসহ ১০ দফা দাবি বাস্তবায়নে ঢাকা মহানগর ব্যতিরেখে দেশের সকল মহানগরীতে আগামী ২৩শে এবং ২৮শে মে দুইদিন পদযাত্রা করবে বিএনপি। বৃহস্পতিবার দুপুরে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।
তিনি বলেন, ‘আগামী ২৩শে মে এবং ২৮শে মে ঢাকা উত্তর ও দক্ষিণ মহানগর ছাড়া দেশের সকল মহানগরীতে অর্থাৎ ১০টা মহানগরীতে পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা দাবি এবং গায়েবি মামলা, গ্রেপ্তার, পুলিশি হয়রানি, দ্রব্যমূল্যের ঊধর্বগতি, বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এই কর্মসূচি হবে। মহানগরীগুলো হচ্ছেÑ নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, কুমিল্লা, সিলেট ও চট্টগ্রাম এই ১০টা মহানগরীতে ২৩ মে এবং ২৮ মে দুইদিন পদযাত্রা হবে।
একই দাবিতে বুধবার ঢাকা মহানগর উত্তর ও দক্ষিনে পদযাত্রা হয়। উত্তরে বাড্ডার সুবাস্তু টাওয়ারের কাছ থেকে মালিবাগের আবুল হোটেল এবং দক্ষিনে বাসাবো বালুর মাঠের কাছে থেকে মালিবাগ রেলগেইট পর্যন্ত এই পদযাত্রা হয়।
সংবাদ সম্মেলনে বগুড়ার গাবতলী উপজেলার সাধারণ সম্পাদক এনামুল হকে জামিন বাতিল করে কারাগারে প্রেরণ এবং ঢাকার বংশাল বিএনপি ইয়াকুব আলী, কুমিল্লার বুড়িচং উপজেলার যুব দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ, বুড়িচং ছাত্রদলের সদস্য সচিব ইকবাল হোসেন ভুঁইয়া ও মোকাম ইউনিয়নের যুবদলের সদস্য সচিব এমরান হোসেনকে গ্রেফতারের নিন্দা জানিয়ে তাদের মুক্তির দাবি জানান রিজভী।
সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, আবুল খায়ের ভুঁইয়া, কেন্দ্রীয় নেতা শামসুর রহমান শিমুল বিশ্বাস, আবদুস সালাম আজাদ, মীর সরাফত আলী সপু, আমিরুল ইসলাম খান আলিম, খান রবিউল ইসলাম রবি, তারিকুল ইসলাম তেনজিং, আবদুস সাত্তার পাটোয়ারি, মৎস্যজীবী দলের আবদুর রহিম, শ্রমিক দলের মোস্তাফিজুল করীম মজুমদার, স্বেচ্ছাসেবক দলের জাহিদুল কবির প্রমুখ উপস্থিত ছিলেন।
Dhaka, Bangladesh শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |