আজ শুক্রবার | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১০ই রজব, ১৪৪৬ হিজরি | দুপুর ১:৩৮
ঢাকা: ঢাকা-১০ আসনের সাবেক সংসদ সদস্য ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে উত্তরা পশ্চিম থানার আব্দুর রউফ নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় তার এ রিমান্ড মঞ্জুর করে আদালত।
আজ তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করে মামলার তদন্ত কর্মকর্তা। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করে। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন তার জামিন নামঞ্জুর করে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর উত্তরার চার নম্বর সেক্টরের নিজ বাসা থেকে মহিউদ্দিনকে গ্রেফতার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
মামলার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই সন্ধ্যা ৬টার দিকে উত্তরা পশ্চিম থানাধীন সাত নম্বর সেক্টরে অবস্থিত বিএনএস সেন্টারের সামনে আন্দোলনে অংশ নেন ভুক্তভোগী আব্দুর রউফ (২৬)। এ সময় মামলার আসামিরা রাস্তার ওপর এলোপাথারি গুলি ছুড়লে বুকে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন তিনি। এ ঘটনায় বুধবার (৮ জানুয়ারি) রাজধানীর উত্তরা পশ্চিম থানায় নিহতের ভাই মো. সাকিব হাসান বাদী হয়ে একটি মামলা করেন। (বাসস)
Dhaka, Bangladesh শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |