আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১১:২০
ডেস্কঃ-আদালতের রায় পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) যোগদান করেছেন থিয়েটার এন্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের প্রফেসর ড. সাইফুল ইসলাম। গতকাল বৃহস্পতিবার তিনি রেজিস্টারের মাধ্যমে উক্ত বিভাগে যোগদান করেন।
উল্লেখ থাকে যে ২০১৫ সালের ৩০ জুন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর মো. সাইফুল ইসলামকে রাজনৈতিকভাবে ভিন্নমতাবলম্বী হওয়ায় তাঁকে চাকরিচ্যুত করা হয়!
তৎকালীন আওয়ামী নিযুক্ত ভিসি ড. আ.আ.ম.স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ অন্যায় সিদ্ধান্ত নেওয়া হলে তার বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন প্রফেসর ড . সাইফুল ইসলাম।
রিটের প্রেক্ষিতে ২০১৯ সালের ২৪ জানুয়ারি সাইফুল ইসলামের পক্ষে রায় দেন আদালত।
কোর্টের রায়ের প্রেক্ষিতে তিনি বিভাগে যোগদান করতে গেলে তৎকালীন আওয়ামী প্রশাসন তাঁকে বাধা দেয়। তবে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৮ আগস্ট তিনি যোগদানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে চিঠি দেন। সেটি বৃহস্পতিবার গ্রহণ করা হয় এবং তিনি বিশ্বিবদ্যালয়ে যোগদান করেন।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |