আজ শনিবার | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১১ই রজব, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৭:০০
কামরুল হাসান বাবলু : আজ ৬ সেপ্টেম্বর সন্ধায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর পক্ষ থেকে কারাগারে আটক ঢাকা মহানগর উত্তর বিএনপির কয়েকজন নেতার বাসায় গিয়ে পরিবারের খোঁজ খবর এবং সহানুভূতি জানাতে যান ডাকসুর সবে নির্বাচিত ভিপি ,সাবেক মন্ত্রী ও সাবেক এমপি ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান এবং বিএনপির ক্রিড়া বিষয়ক সম্পাদক ,উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক।
বিশেষ করে এই সময় বিএনপির ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহবায়ক এ জি এম সামছুল হক, সদস্য তুহিরুল ইসলাম তুহিন ও এ বি এম আব্দুর রাজ্জাক-এর বাসায় গিয়ে খোঁজ খবর নিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সালাম জানিয়ে পরিবারের সদস্যদের সান্ত্বনা দিয়েছেন মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান এবং সদস্য সচিব আমিনুল হক ।এইসময় নেতৃবৃন্দ বলেন পর্যায়ক্রমে আটক সকল নেতাকর্মীদের বাসায় বাসায় গিয়ে পরিবারের সদস্যদের খোঁজ খবর নেবেন ।সেই সাথে সকলের মুক্তির জন্য আইনজীবী নিয়োগ দেয়া হয়েছে ।বাহিরে থাকা অনেকেই এরই মধ্যে আগাম জামিন পেয়েছেন ।
অটোক নেতা কর্মীদের বাসায় গিয়ে খোঁজ খবরের সংবাদটি নিশ্চিত করেছেন বিএনপির চেয়ারপারসন এর কার্যালয়ের মিডিয়া সেলের অন্যতম সদস্য মো:শায়রুল কবির খান ।
এদিকে গত ১৭ আগস্ট মঙ্গলবার সকালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে নবগঠিত ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের নেতা কর্মীদের নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদ ভবন এলাকায় চন্দ্রিমা উদ্দানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুলেল শ্রদ্ধা জানাতে যাওয়ার আগেই পূর্ব থেকে অবস্থান করা নেতা কর্মীদের উপর বিনা উস্কানিতে পুলিশ হামলা করে । এই সময় উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান ও সদস্য সচিব আমিনুল হক সহ বহু নেতা কর্মী আহত হন । সেখান থেকে প্রায় অর্ধশত নেতা কর্মীকে পুলিশ গ্রেফতার করে। সেই থেকে নেতা কর্মীরা এখনো কারাগারে আটক রয়েছেন ।
Dhaka, Bangladesh শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:30 PM |
Isha | 6:50 PM |